বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Homestays in Bengal: মুখ্যমন্ত্রী আঁকা লোগোর বোর্ড, হোমস্টেগুলি স্বীকৃতি দিতে উদ্যোগ পর্যটন দফতরের
পরবর্তী খবর
Homestays in Bengal: মুখ্যমন্ত্রী আঁকা লোগোর বোর্ড, হোমস্টেগুলি স্বীকৃতি দিতে উদ্যোগ পর্যটন দফতরের
1 মিনিটে পড়ুন Updated: 25 Aug 2023, 03:24 PM ISTChiranjib Paul
পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, 'রাজ্যে স্বীকৃত হোমস্টের সংখ্যা ২,২৪৭। যাঁরা সরকারি সহায়তা নিয়ে হোমস্টে করছেন তাঁদের অবশ্যই সরকারি বিধি মেনে হোমস্টে চালাতে হবে।
হোমস্টেগুলিকে স্বীকৃতি দেবে সরকার
চাহিদা বাড়তেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছ হোমস্টে। অধিকাংশ ক্ষেত্রে নিয়মনীতির কোনও তোয়াক্কাই করা হচ্ছে না। ফলে সমস্যার মধ্যে পড়ছেন পর্যটন। তাই এবার হোম স্টেগুলিকে নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। এবার সরকারের স্বীকৃত হোমস্টেগুলোকে চিহ্নিত করে সরকারের লোগোযুক্ত বোর্ড ঝোলাবে পর্যটন দফতর। যাতে পর্যটকরা সরকার স্বীকৃত হোমস্টেগুলিকে চিহ্নিত করতে পারে।
বৃহস্পতিবার বিধানসভায় শিলিগুড়ির বিধায়ক প্রশ্ন তোলেন, ব্যবসায়িক স্বার্থে যেভাবে হোমস্টেগুলিকে চালানো হচ্ছে তাতে এর সংজ্ঞা পাল্টে যাচ্ছে। এর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার তা তিনি জানতে চান। এর উত্তরে পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, 'রাজ্যে স্বীকৃত হোমস্টের সংখ্যা ২,২৪৭। যাঁরা সরকারি সহায়তা নিয়ে হোমস্টে করছেন তাঁদের অবশ্যই সরকারি বিধি মেনে হোমস্টে চালাতে হবে। হোমস্টের বাইরে সরকারের লোগোযুক্ত বোর্ড লাগাতে হবে। হোমস্টের নাম করে যদি অকাজ-কুকাজ করা হয় তবে কড়া নেবে রাজ্য সরকার। তাই নজরদারি রাখতে জেলা ধরে হোমস্টেগুলির তালিকা তৈরি করা হচ্ছে।'
এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পর্যটনমন্ত্রীকে একটি গ্রিভান্স সেল তৈরির করার কথা বলেন। তিনি বলেন, 'বেড়াতে গিয়ে পর্যটকদের অনেক সময় হেনস্তার মুখোমুখি হতে হয়। অনেক মধ্যবিত্তের সে ভাবে আর্থিক সক্ষমতা থাকে না। তাঁরাও বেড়াতে যান। মুখ্যমন্ত্রী চান না তাঁরা কোনওভাবে হেনস্তার মুখে পড়েন। তাই অভিযোগ জানানোর জন্য একটা গ্রিভান্স সেল থাকা জরুরি।'এর পর কিছুটা কটাক্ষের সুরে স্পিকারের সংযোজন, 'সবাই তো আর বাবুলের অ্যাক্সেস পায় না।'