কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। ওই আবহের মধ্যেই পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের নিকট পাকিস্তানে আটক করে রাখা হয়েছে এক ভারতীয় জওয়ানকে। হুগলি জেলার রিষড়া এলাকার ছেলে পূর্ণম কুমার সাউ। তাঁকে নিয়ে এখন উৎকণ্ঠায় গোটা দেশ তথা বাংলা। চিন্তায় চোখের জল ফেলছেন তাঁর মা। এই আবহে বিএসএফের ডিজিকে ফোন করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তারপরই নিজের ফেসবুকে পোস্ট করলেন, সুস্থ ও নিরাপদ আছেন ওই জওয়ান।
এদিকে পহেলগাঁওতে জঙ্গি হামলায় গোটা দেশে কেঁপে উঠেছে। তার মধ্যেই উধমপুরে জঙ্গির গুলিতে বাংলার বীর সন্তান সেনা জওয়ান শহিদ হয়েছেন। মৃত শহিদ জওয়ান ঝন্টু আলি শেখ। আজ, শনিবার নদিয়ার বাড়িতে এল তাঁর কফিনবন্দি দেহ। যার জেরে শোকের ছায়া নেমে এসেছে। তার মধ্যেই পাকিস্তানে বন্দি হয়ে রয়েছেন ভারতের বিএসএফ জওয়ান। তিনিও বঙ্গসন্তান। তাঁর এই খবরে গোটা পরিবার উৎকণ্ঠায় রয়েছে। বাংলায় বাড়ছে উদ্বেগ। এমন আবহে জওয়ানের পরিবারকে আশ্বস্ত করতে বিএসএফের ডিজি’র সঙ্গে রিষড়ার ভূমিপুত্রকে নিয়ে টেলিফোনে কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর দু’পক্ষের মধ্যে কী কথা হয়েছে তা এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে লিখে জানান শ্রীরামপুরের সাংসদ।
অন্যদিকে আজ সকালে বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে তিনি নিজেই জানিয়েছেন। বিএসএফের ডিজি তাঁকে জানান, পূর্ণম সুস্থ আছেন। তাঁকে দেশে ফেরাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে জানতে পেরে খানিকটা আশ্বস্ত হয়েছেন পূর্ণমের পরিবার। ফেসুবকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘পূর্ণমকে দেশে ফেরাতে সরকার সব ধরনের চেষ্টা করছে। ডিজি বলেছেন, পূর্ণম সুস্থ ও নিরাপদে আছেন। পাকিস্তান কিছুটা সময় নিচ্ছে। তবে শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।’
আরও পড়ুন: উত্তরবঙ্গের আকাশে উড়ল দুটি রাফাল যুদ্ধবিমান, পহেলগাঁওয়ের ঘটনায় প্রত্যাঘাতের গুঞ্জন
এছাড়া বুধবার ভুলবশত পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যান বিএসএফের ১৮২ নম্বর ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পূর্ণম কুমার সাউ। তখন তাঁকে ধরে ফেলে পাকিস্তান রেঞ্জার্সরা। পূর্ণম ইউনিফর্মে ছিলেন। হাতে ছিল সার্ভিস রাইফেল। এই নিয়ে টেনশন শুরু হয়ে গিয়েছে। তবে শ্রীরামপুরের সাংসদ–আইনজীবী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে নিয়ে বিএসএফের ডিজি’র সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন ভারতীয় প্রশাসনিক মহল থেকে তাঁকে দেশে ফেরানোর জন্য খুব চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান হয়তো কিছুটা সময় নিচ্ছে। কিন্তু ভারতের বিএসএফ জওয়ান ঠিকই ফিরবেন দেশে। তিনি আশ্বাস দিয়েছেন, ভাল আছেন পূর্ণম। তিনি শারীরিকভাবেও সুস্থ।’