FDR technique: রাস্তার আয়ু বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রাজ্য সরকারের
1 মিনিটে পড়ুন Updated: 25 Sep 2023, 10:16 AM ISTChiranjib Paul
শুক্রবার গ্রামোন্নয়ন মন্ত্রক একটি কর্মশালার আয়োজন করে ছিল। সেই কর্মশালায় এই প্রস্তাব দিয়েছে রাজ্য। ডিআর পদ্ধতিতে রাজ্যের ২২টি গ্রামে ২৭০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। নতুন এই পদ্ধতি তৈরি করা হলে রাস্তার আয়ুও বাড়বে।
এফডিআর পদ্ধতিতে তৈরি হবে রাস্তা
রাস্তা তৈরি করার পর এক বছর ঘুরতে না ঘুরতেই পিচ উঠে যায়। জায়গায় জায়গায় তৈরি হয় গর্ত। গ্রামীণ রাস্তার ক্ষেত্রে এই সমস্যা নতুন কিছু নয়। ফলে ফের রাস্তা তৈরি করার বরাত দিতে হয়।
এই সমস্যা দূর করতে এবার নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দফতর। ফুল ডেপথ রিক্ল্যামেশন পদ্ধতিতে (এফডিআর) তৈরি এই রাস্তার আয়ু হবে ৭ থেকে ১০ বছর।
গত শুক্রবার গ্রামোন্নয়ন মন্ত্রক একটি কর্মশালার আয়োজন করে ছিল। সেই কর্মশালায় এই প্রস্তাব দিয়েছে রাজ্য। এফডিআর পদ্ধতিতে রাজ্যের ২২টি গ্রামে ২৭০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। নতুন এই পদ্ধতি তৈরি করা হলে রাস্তার আয়ুও বাড়বে।
কেন্দ্রের এই কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানথন সহ অন্যান্য পদস্থ কর্তা ও ইঞ্জিনিয়াররা। দেশের অন্যান্য রাজ্য থেকে সব মিলিয়ে প্রায় ২৫০ জন অংশগ্রহণ করছেন।