বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ উল্লেখ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এবার বিষয়টি উঠল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে। শুক্রবার দীর্ঘদিন পর অনুষ্ঠিত এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) বৈঠকে বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। এর পর পরামর্শ দেওয়া হয়েছে, এ ধরনের ‘ভুল’ যাতে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ‘সন্ত্রাসবাদী’ বিতর্ক, CM’কে চিঠি আইনজীবীদের
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে বিষয়টি বৈঠকের এজেন্ডায় না থাকলেও, বৈঠকের মাঝপথে উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধি তথা সিনিয়র স্পেশাল সেক্রেটারি চন্দনী টুডু নিজে বিষয়টি উত্থাপন করেন। এরপর উপাচার্য দীপক কুমার কর তাঁর তরফে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, প্রশ্নপত্রে যেভাবে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলা হয়েছে, তা অনিচ্ছাকৃত হলেও দুঃখজনক। সেই দায় স্বীকার করে আগেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অধ্যাপকদের দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে।
উপাচার্য বৈঠকে স্পষ্ট করে দেন, প্রশ্ন তৈরির সময় যে ধরনের শব্দ নির্বাচন হয়েছে, তা কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি নয়। পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতে প্রশ্নপত্র তৈরির সময় যেন এই ধরনের বিভ্রান্তিকর বা বিতর্কিত শব্দ ব্যবহার না হয়, সে বিষয়ে সমস্ত বিভাগকে সচেতন থাকতে হবে।