ডিসেম্বর মাসই ডেডলাইন। এই দাবি করেছেন স্বয়ং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী তিনটি তারিখ ঘোষণা করেছেন তিনি। তারই পাল্টা জবাব দিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ‘শুভেন্দু অধিকারী এখন শুভেন্দু শাস্ত্রী হয়েছে দেখছি।’ আজ ডিসেম্বর মাসের ১০ তারিখ হয়ে গেল। এই মাসেই সরকার পড়ে যাবে বলেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সুতরাং হাতে আর ২১ দিন বাকি। এবার ফের নিজের বক্তব্যে অনড় থেকেই পূর্ব মেদিনীপুরের সভা থেকে জানালেন ডিসেম্বর ডেডলাইনের কথা।
ঠিক কী বলেছেন বিরোধী দলনেতা? এদিন পূর্ব মেদিনীপুরের সভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাড়াতে হবে না, চোদ্দ তলা থেকে নিজেই পালাবে। এই মাসে আইসিডিএস কর্মীদের অ্যাকাউন্টে অর্ধেক টাকা ঢুকেছে। মা–বোনেদের কাছে খোঁজ নিয়ে দেখুন। আর ডিএ অর্ডারটা যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই। অর্ডার তো হবেই। তখন আর তাড়াতে হবে না। চোদ্দ তলা থেকে নিজেই পালাবে। একমাসে ২৩ হাজার কোটি টাকা দিতে হবে!’ সম্প্রতি শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আর কী বলেছিলেন শুভেন্দু? ডিসেম্বর মাস নিয়ে বরাবর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি ডায়মন্ড হারবারে গিয়ে বলেছিলেন, ‘চলতি মাসেই আমি এখানে বিজয়া করতে আসব।’ এবার বলেছেন তাড়াতে হবে না, নিজের থেকেই চোদ্দ তলা থেকে নিজেই পালাবে। যদিও এখানে তিনি মুখ্যমন্ত্রীর নাম নেননি। তবে তাঁকেই ইঙ্গিত করেছেন। সুতরাং এই মাসে বড় কিছু ঘটতে চলেছে বলে মনে করছেন অনেকে।