স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষ্যে বঙ্গ বিজেপি তেরঙ্গা যাত্রার কর্মসূচি নিয়েছে। কিন্তু, গতকাল পুলিশি বাধায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি সেই কর্মসূচি আটকে যায়। এ নিয়ে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৬ আগস্ট তিনি এ নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
আজ শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ‘আজাদি কা অমৃতসর মহোৎসব’ উপলক্ষ্যে পতাকা উত্তোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তেরঙ্গা যাত্রায় পুলিশের বাধা নিয়ে বলেন, ‘আগামী ১৬ তারিখ কোর্টে যাব। তেরঙ্গা যাত্রায় পারমিশন লাগে! এটা কি পাকিস্তান নাকি ইসলামাবাদ?’ এছাড়াও স্বাধীনতা দিবসে বিজেপির বাইক মিছিল করার কথা রয়েছে। সেই বাইক মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশ বাধা দিলে বাধা দেবে। ফেসবুক লাইভ হবে, দেশাত্মবোধক গান হবে, বন্দেমাতারাম হবে। অসুবিধা কী!’