
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অনলাইন বেটিং অ্যাপে টাকা খুইয়ে জড়িয়ে পড়েছিলেন ঋণে। সেই অবসাদে আত্মঘাতী হলেন এক ছাত্র। মহিষাদল ক্ষুদিরাম বসু কলেজের হস্টেল থেকে অভিজিৎ পাত্র (২২) নামে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।
জানা গিয়েছে, ক্ষুদিরাম কলেজের ফিজিও থেরাপি বিভাগের ছাত্র অভিজিতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। কলেজের হস্টেলে থেকে পড়াশুনো করতেন তিনি। বুধবার সকালে অন্যান্যরা কলেজে ক্লাস করতে গেলেও অভিজিৎকে দেখা যায়নি। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টাও সফল হয়নি। এর পর এক জুনিয়র ছাত্র তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন বেজে যায়। অবশেষে কলেজের নিরাপত্তারক্ষীকে ফোন করে তিনি অভিজিতের ব্যাপারে খোঁজ নিতে বলেন। নিরাপত্তারক্ষী অভিজিতের ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পর খবর দেওয়া হয় পুলিশে। মহিষাদল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে তমলুকে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে সে জানিয়েছে, সম্প্রতি অনলাইন জুয়া খেলতে গিয়ে বেশ কিছু টাকা লোকসান হয়েছিল তার। এর জেরে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। তার জেরেই এই সিদ্ধান্ত।
সহপাঠীর এই পরিণতিতে শোকাহত কলেজের অন্য পড়ুয়ারা। খবর দেওয়া হয়েছে মৃত ছাত্রের পরিবারকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports