
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বীরভূমে। একটি মুদির দোকানের মালিকের বুকে বন্দুক ঠেকিয়ে লুটপাট চালাল দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার আঙ্গারগড়িয়া মোড়ে। সেখানে একটি মুদির দোকানে চারজন দুষ্কৃতী লুঠপাট চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দোকানের মালিকের নাম সাধন ভাণ্ডারি। এদিন সন্ধ্যায় আচমকাই ওই দুষ্কৃতীরা তার দোকানের ভিতরে ঢুকে পড়ে। এরপরেই তার বুকে একটি পিস্তল ঠেকিয়ে দোকানে থাকা টাকা পয়সা যা আছে সব তাদের হাতে তুলে দিতে বলে। দোকানের মালিক ভয় পেয়ে তড়িঘড়ি দোকানে থাকা সমস্ত নগদ টাকা দুষ্কৃতীদের দিয়ে দেন। এছাড়াও ওই দোকানের মালিকের হতে থাকা সোনার আংটি-সহ বেশ কিছু সোনার অলংকার ওই দুষ্কৃতীরা কেড়ে নেয় বলে অভিযোগ। অন্যদিকে, যাওয়ার সময় দোকানে থাকা কাজু, কিসমিস ইত্যাদি নিয়ে যায় দুষ্কৃতীরা। দোকান মালিককে মারধর করা হয় বলেও অভিযোগ।
অন্যদিকে, এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে। ঘটনায় রানীপুর গ্রামের কাছে দুজন দুষ্কৃতীকে মহম্মদ বাজার থানার পুলিশ ধরে ফেলে। বাকিরা পালাতে সক্ষম হয়। দোকান থেকে এদিন মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি সোনার আংটি দুটি মোবাইল লুঠ করে দুষ্কৃতীরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports