
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আগামী মাসেই শুরুতেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হতে পারে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, আপাতত 'ফাইনাল অ্যানসার কি' বা চূড়ান্ত উত্তরপত্র তৈরির কাজ চলছে। 'প্রভিশনাল অ্যানসার কি' প্রকাশিত হওয়ার পরে যে যে প্রশ্নের উত্তর নিয়ে প্রার্থীরা ভিন্নমত প্রকাশ করেছেন, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেটার ভিত্তিতে চূড়ান্ত উত্তরপত্র তৈরি করা হবে। সেই প্রক্রিয়া শেষ করে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে প্রাথমিক টেটের ফলপ্রকাশ করে দেওয়া যাবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর মিলেছে।
গত ২৪ ডিসেম্বর হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা। তারপর প্রায় ছ'মাস কেটে গেলেও টেটের রেজাল্ট প্রকাশ করা হয়নি। একটা সময় জল্পনা ছড়িয়েছিল যে লোকসভা নির্বাচনের আগেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু সেটা হয়নি। বরং নির্বাচন শেষ হওয়ার পরেও ফলপ্রকাশ করা যাচ্ছে না। জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রাথমিক টেট পরীক্ষার প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: MPPSC Result: 'একাদশ ফেল' হয়ে গেলেন ডেপুটি কালেক্টর, কৃষকের মেয়ে প্রিয়াল যাদবের গল্প পুরো ফিল্মি
অথচ ২০২২ সালে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ করা হয়েছিল মাত্র ৬২ দিনেই। এবার সেখানে ৬২ দিনের মধ্যে 'প্রভিশনাল অ্যানসার কি'-ও প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করতেই পাঁচ মাসের বেশি লেগে যায়। ৭ মে প্রকাশ করা হয় ‘প্রভিশনাল অ্যানসার কি’। চ্যালেঞ্জের জন্য প্রায় এক মাস দেওয়া হয়। যে সময়সীমা শেষ হয়েছে ৯ জুন।
যে যে প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জমা পড়েছে, সেগুলি খতিয়ে দেখে ‘ফাইনাল অ্যানসার কি’ তৈরি করা হবে। তারপর জুলাইয়ের প্রথম সপ্তাহেও যদি রেজাল্ট প্রকাশ করা হয়, তাহলেও পরীক্ষার ছয় মাস পরে ফলাফল বেরোবে। তারপর নিয়োগ হতে আরও কতদিন সময় লাগবে, সেটা পরে বোঝা যাবে।
আরও পড়ুন: UPSC Topper Inspiring Story: মায়ের জন্য টপার হতে চেয়েছিলেন, আজ UPSC সেকেন্ড হয়েও জননী পাশে নেই
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, 'প্রভিশনাল অ্যানসার কি'-র চ্যালেঞ্জের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এবার সেটা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। সেইসঙ্গে ফলাফল সংক্রান্ত বিভিন্ন কাজ আছে। সেইসব প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ২০২৩ সালের প্রাথমিক টেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports