উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি গতকাল গভীর রাতে ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান কোহিনূর খাতুন বিবি ও তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে। ঘটনার খবর পেয়েই সেখানে যায় সাহেবগঞ্জ থানায়র পুলিশ। ঘটনাস্থলে এসে পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। পুজোর মুখে এহেন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।এমনিতেই দিনহাটা সীমান্তবর্তী জেলায় হওয়ায় সংবেদনশীল এলাকা। তার মধ্যে কোচবিহার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং পাচারের মতো ঘটনা ঘে থাকে। বিএসএফ এই পরিস্থিতিতে কড়া নজরদারি রাখে সীমান্তে। এছাড়া দিনহাটায় রাজনৈতিক হিংসাও ঘটে থাকে মাঝে মাঝে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বর্তমানে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর গড় এই দিনহাটা। এই প্রেক্ষাপটে এক স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ প্রশাসনের টনক নাড়িয়ে দিয়েছে। এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে যান দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য।জানা গিয়েছে, রাত দু’টো নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল কোহিনূর খাতুন বিবি ও মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে। গভীর রাতে বিস্ফোরণ হলেও আওয়াজে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসেন, কী হয়েছে দেখার জন্য। এরপরই পুলিশে খবর পাঠানো হয়। তারপর থানা থেকে বাহিনী আসে ঘটনাস্থলে। এবার অভিযোগ উঠেছে, মঙ্গলবার গভীর রাতে সাহেবগঞ্জ এলাকার নতুন বাজার সংলগ্ন এলাকা এবং বিডিও অফিস সংলগ্ন এলাকাতেও বোমাবাজি হয়েছিল। এই সব বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। এদিকে এর আগে রাজ্যে একাধিকবার বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তে নেমেছে। তবে এই ক্ষেত্রে দিনহাটার মতো এলাকায় বিস্ফোরণের তদন্তে এনআইএ নামবে কি না, তা এখনও স্পষ্ট নয়।