দক্ষিণ ২৪ পরগনার বজবজের জামালপুর এলাকায় রবিবার সকালে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। দীর্ঘদিন ধরে জমি ও ঘর তৈরিকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ শেষ পর্যন্ত রক্তাক্ত পরিণতি নিল। সরকারি আবাস যোজনার ঘর নির্মাণ ঘিরে বিবাদের জেরে কাকার হাতে প্রাণ হারালেন ভাইপো। মৃতের নাম দেবাশিস খাঁ, বয়স ৩৬। ঘটনায় অভিযুক্ত কাকা মানিক খাঁ ও তাঁর ছেলে আশিস খাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ছে রাজ্য, পাচ্ছেন ১২ লাখ উপভোক্তা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস ও মানিক একসময় একই বাড়িতে থাকতেন। কিন্তু জায়গার অভাবে দেবাশিস বাংলা আবাস যোজনায় একটি ঘরের জন্য আবেদন করেন এবং তা মঞ্জুরও হয়। তারপর থেকেই মানিক খাঁ-র পরিবারের সঙ্গে দেবাশিসের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, মানিকের বাড়ির পাশেই ঘর তৈরি হচ্ছিল। নির্মাণকাজের সময় থেকেই নানা দিক নিয়ে বিরোধ তীব্র হয়ে দুজনের মধ্যে। শনিবার ছিল ঘরের ছাদ ঢালাইয়ের দিন। জানা গিয়েছে, ছাদের কার্নিশ মানিকদের জমির দিকে চলে যাওয়ার অভিযোগে শুরু হয় বচসা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
রবিবার সকালে ফের বিবাদের সূত্রপাত হয়। দেবাশিস নিজে ছাদে উঠে জল দিচ্ছিলেন। সেই সময় পেছন থেকে মানিক ও তার ছেলে আশিস লোহার রড দিয়ে দেবাশিসের মাথা ও ঘাড়ে সজোরে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দেবাশিস। স্থানীয়দের সহায়তায় তাঁকে বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত মানিক ও আশিসকে গ্রেফতার করেছে। তবে মানিকের স্ত্রী কানন খাঁ ঘটনার সময় নিচে দাঁড়িয়ে দেবাশিসকে আক্রমণে উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক, পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। দেবাশিসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই নৃশংস ঘটনার জেরে। তদন্ত শুরু করেছে পুলিশ।