বাংলাদেশ থেকে বাংলায় কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়ার ঘটনা অব্যাহত রয়েছে। তাই একের পর এক বাংলাদেশের নাগরিক ধরাও পড়ছে। কিন্তু এবার যেটা ঘটেছে সেটা যেন গুপ্তচর জ্যোতি মালহোত্রার ছায়া। অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে এপারে আসে এক তরুণী। অত্যন্ত স্মার্ট এবং কেতাদুরস্ত হওয়ায় কেউ তাকে বুঝতে পারেনি বাংলাদেশের নাগরিক বলে। ভারতে প্রবেশ করেই ওই তরুণী দালাল ধরে নিজের নামে ভারতীয় নথিপত্র বানিয়ে ফেলে বলে অভিযোগ। এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে সে পৌঁছে যায় বাণিজ্যনগরী মুম্বই। তবে অবশেষে ধরা পড়ে গেল সেই তরুণী।
মুম্বইতে চাকরি জোগাড় করে ফেলে এই তরুণী। নথি দেখে বোঝার উপায় নেই সেগুলি জাল। তবে আবার বাংলাদেশ ফেরার চেষ্টা করতেই পুলিশের হাতে গ্রেফতার হল ওই তরুণী। নদিয়ার ধানতলার সীমান্ত এলাকা থেকে ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারপর তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। কোন উদ্দেশ্য নিয়ে ওই তরুণী ভারতে এসেছিলেন? জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ কি আছে? কাদের সঙ্গে ওই তরুণীর যোগাযোগ ছিল? সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পুলিশ সূত্রে খবর, ধানতলার ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ওপার বাংলায় ওই তরুণী ফেরত যেতে চেয়েছিল। কিন্তু মাঝরাতে ওই তরুণীকে ঘোরাফেরা করতে দেখে ফেলে টহলদারি পুলিশ। তখনই সেখানে পৌঁছে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোনও কথার সঠিক উত্তর মেলেনি। এমনকী নানা অসঙ্গতি দেখা যায় তার কথায়। তখন পুলিশ ওই তরুণীর কাগজপত্র খতিয়ে দেখে। তখনই সামনে আসে সেগুলি জাল। এই পরিস্থিতিতে তরুণীকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই সব কথা ওই তরুণী স্বীকার করে নেয় এবং জানায় সে বাংলাদেশের নাগরিক। দালাল মারফত সে এদেশে এসেছিল।
কয়েক মাস আগে ওই তরুণী বাংলাদেশ থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। দালালের হাত ধরে প্রথমে নদিয়ায় থাকতে শুরু করে। এমনকী নকল পরিচয়পত্র তৈরি করে কাজে লেগে পড়ে। আর ভুয়ো কাগজপত্র নিয়ে ওই তরুণী মুম্বই চলে যায়। সেখানে চাকরিও জোগাড় করে ফেলে। এরপর ওই তরুণী বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করে সীমান্ত পেরতে গেলে গ্রেফতার হয়। একা একজন তরুণী সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছে এটা পুলিশ সহজে মেনে নিতে পারছে না। তাই জেরা চলছে। ধৃত তরুণীকে আজ শুক্রবার রানাঘাট আদালতে তোলা হয়।