আজ শুক্রবার ভরদুপুরে মেদিনীপুরে একটি যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মেদিনীপুর–খড়্গপুরগামী যাত্রীবাহী বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রথমে ওই বাস থামিয়ে দেওয়া হয়। তারপর বাসে এক যাত্রীর ব্যাগ কেড়ে নেওয়া হয়। কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকাকড়ি, সোনার গয়না নিয়ে নেওয়া হয় জোর করে বলে অভিযোগ। তারপর দুটি মোটরবাইকে করে চম্পট দেয় পাঁচজন আততায়ী বলে অভিযোগ। ওই বাস মেদিনীপুর থেকে খড়গপুর যাচ্ছিল। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
এদিকে এই ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। সেই সঙ্গে পৌঁছন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। ভরদুপুরে মেদিনীপুরে ডাকাতির ঘটনা আগে কখনও ঘটেনি। তাই এই ঘটনা রীতিমতো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই ডাকাতি করার আগে এলাকায় রেইকি করা হয়েছিল বলে অনুমান পুলিশের। তা না হলে এভাবে বাস চালকের মাথা গান পয়েন্টে ঠেকিয়ে ডাকাতি করা যায় না। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে। তার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: আর এক জ্যোতির মতো ঘটনা! ভুয়ো পরিচয়পত্র দিয়ে চাকরি, নদিয়ায় গ্রেফতার বাংলাদেশের তরুণী
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এই ডাকাতির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শহর মেদিনীপুরে। বাসে ডাকাতি তাও ভরদুপুরে এটা হঠাৎ হতে পারে না। এই ঘটনার নেপথ্যে আরও কয়েকজনের হাত আছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ এখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ওই ফুটেজের মধ্যেই মিলতে পারে আততায়ীদের ছবি। এলাকাবাসী সম্প্রতি নতুন কাউকে এলাকায় দেখেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের পাশাপাশি ওই যাত্রীরও খোঁজ চালানো হচ্ছে।
তাছাড়া এই ঘটনা নিয়ে এখন পাড়ার চায়ের দোকান থেকে বাজারহাটে জোর চর্চা শুরু হয়েছে। প্রত্যেকেরই একটাই কথা, কী দিন এল! ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে বাসটিকে থামানো হয়। তারপর বাসে উঠে একজন যাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেন আততায়ীরা। তারপর বাস থেকে নেমে বন্দুক উঁচিয়ে দুটি মোটরবাইকে করে পালিয়ে যায় পাঁচ আততায়ী। তারপর বাসটিও চলে যায়।’