হুগলির চুঁচুড়ায় সিএএ এবং এসআইআর বিরোধী সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় আয়োজিত সভা থেকে তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন, ভারতে যদি এসআইআর চাপিয়ে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি নেপালের মতো ভয়াবহ হতে পারে।
আরও পড়ুন: বাংলার আগেই SIR শুরু অন্যত্র, আধার কি গ্রহণ করবে নির্বাচন কমিশন? কী জানা যাচ্ছে?
মমতাবালার বক্তব্য, নাগরিকত্ব আইন সংশোধন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। নেপালে কী হয়েছিল, সবাই জানেন। চ্যালেঞ্জ করে বলেন, ভারতেও সেই ছবি দেখা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুঁশিয়ার দিয়ে বলেন, সর্বশক্তি দিয়ে এই আইন আটকানো হবে। একজন মানুষের নাগরিকত্বও যদি কেড়ে নেওয়া হয়, মতুয়ারা তাঁদের পাশে দাঁড়াবে।
সভা থেকে তিনি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করেন। তাঁর অভিযোগ, বারবার আইন চাপিয়ে মতুয়া সম্প্রদায়কে গোলামে পরিণত করতে চাইছে বিজেপি সরকার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়া আদর্শ কখনওই বিজেপি বা আরএসএসের মতাদর্শের সঙ্গে মেলে না। এরা আইন দিয়ে মতুয়া সম্প্রদায়কে ধ্বংস করতে চাইছে। সভা মঞ্চ থেকেই মমতাবালা ঘোষণা করেন, মতুয়াদের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।