আমতার ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন পুলিশের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই আনিসের বাড়িতে রোজই বিশিষ্ট লোকজন আসতে শুরু করেছে। এবার আনিসের বাড়িতে দেখা মিলল কামদুনি কাণ্ডের দুই প্রতিবাদী মুখ মৌসুমী এবং টুম্পা কয়ালকে। তাঁদের সঙ্গে ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ও বাদশা মৈত্র।২০১৩ সালের ৭ জুন কামদুনিতে ২১ বছরের একটি কলেজ ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। এমনকী নৃশংসভাবে খুনও করা হয়েছিল। তখন প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এই টুম্পা ও মৌসুমী কয়ালকে। এমনকী মুখ্যমন্ত্রী সেই ছাত্রীর বাড়িতে দেখা করতে গেলে রোষের মুখে পড়েন। সেই ঘটনার প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালকে মাওবাদী তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেও প্রতিবাদ থেকে সরে দাঁড়াননি এই দুই মহিলা। ঠিক কী বললেন টুম্পা কয়াল? এবার তাঁদের দেখা মিলল ৬ বছর পরে একসঙ্গে আমতা কাণ্ডে। তাঁরা এসে পৌঁছন আনিসের বাড়িতে। সেখানে আনিসের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তাঁরা। টুম্পা কয়াল বলেন, ‘আরও আগেই আসা উচিত ছিল। কিন্তু দূরত্বের জন্য দেরি হয়ে গেল। এই লড়াইয়ে আমরা আনিসের পরিবারের পাশে আছি। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’এদিন আমতায় দেখা গেল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘আনিসের দুর্ভাগ্যজনক পরিণতির পেছনে যারা বা যে দলের হাত রয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। একজন অভিনেতা হিসেবে সিবিআই তদন্ত বা সিআইডি তদন্তের দাবি করার মতো বড় জায়গায় আমি নেই। তবে এই হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ তদন্ত হোক’। এদিন আরও এক অভিনেতা বাদশা মৈত্রকে দেখা গেল আনিসের বাড়িতে।