রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে আবেদনের শেষ তারিখ ২০ অগস্ট। কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ফলাফল প্রকাশিত হল এই প্রতিবেদন প্রকাশের মাত্র এক ঘণ্টা আগে। ফলে কল্যাণী ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ভর্তি হতে চাওয়া পডুয়াদের রীতিমতো শিরে সংক্রান্তি।
কী বলছেন উপাচার্য?
ফলপ্রকাশে এত দেরি কেন, তা জিজ্ঞেস করা হলে কোনও সদুত্তর দেননি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল। বদলে হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেন, ‘আজই (অর্থাৎ ১৮ অগস্ট) ফল প্রকাশ করে দেওয়া হবে (তখনও প্রকাশিত হয়নি ফলাফল)। আজকের মধ্যেই বিভিন্ন কলেজগুলিতে পৌঁছে যাবে মার্কশিট। কাল থেকে পড়ুয়ারা সেগুলি সংগ্রহ করতে পারবে।’
মার্কশিট পেতে দেরি হলে?
চাকদা কলেজের টিচার ইন চার্জ পরিতোষ বিশ্বাসের কথায়, ‘বিশ্ববিদ্যালয় সবে ফলপ্রকাশ করল। কাল নোটিস দেওয়া হবে। তার পরের দিন থেকে আশা করছি মার্কশিট দিতে পারব।’ ওই কলেজেরই এক পড়ুয়ার কথায়, ‘একদিনে সব বিভাগের মার্কশিট দেওয়া হয় না। অনেক কলেজে বিভাগ অনুযায়ী আলাদা তারিখ বলা থাকে। সেই তারিখে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে হয়। একদিনে সব পড়ুয়াদের মার্কশিট দিতে হলে কলেজগুলিকে যথেষ্ট তাড়াহুড়ো করতে হবে, সময়ও প্রয়োজন। এখনও পর্যন্ত জানতে পারিনি কীভাবে মার্কশিট দেওয়া হবে।’ রানাঘাট কলেজে যেমন মার্কশিট দেওয়া হবে ২৩ অগস্ট। অর্থাৎ ২০ তারিখের পর। তাহলে যেসব বিশ্ববিদ্যালয়ে মার্কশিটের প্রতিলিপি দরকার, সেসব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা কীভাবে আবেদন করবেন? আপাতত কোনও উত্তর নেই।
তারিখ পিছনো হবে?
ঘটনাচক্রে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের ‘হোম’ ইউনিভার্সিটিতে আবদেন জানানোর জন্যও শেষ তারিখ ২০ অগস্ট। আবেদনের শেষ তারিখ কি বদল করা হবে? বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপাচার্যের বক্তব্য, ‘আগামীকাল (অর্থাৎ ১৯ তারিখ) একটি বৈঠক রয়েছে, তখন এই নিয়ে্ সিদ্ধান্ত নেওয়া হবে।’ কিন্তু পড়ুয়াদের একাংশের প্রশ্ন, ‘কল্যাণী বিশ্ববিদ্যালয় তারিখ পিছোলেই যে অন্য বিশ্ববিদ্যালয়গুলি তারিখ পিছোবে, তার কোনও মানে নেই। আবার শুধু কল্যাণীর ভরসাতেই বা থাকি কী করে?’
আরও পড়ুন - Independence Day 2025: ১৫ অগস্ট নয়, ভারত কাগজকলমে ‘স্বাধীন’ হয় একমাস আগেই, কী ঘটেছিল ১৮ জুলাই?
ওবিসি মামলার মধ্যেই
প্রসঙ্গত, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফল গত সপ্তাহ বা তার আগেই প্রকাশিত হয়ে গিয়েছে। রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ৮ থেকে ২০ অগস্ট ভর্তির আবেদনের সময় দেওয়া হয়েছে। ওবিসি মামলা সংক্রান্ত জটিলতার জেরে রাজ্যের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল থমকে রয়েছে। থমকে রয়েছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তির প্রক্রিয়াও। রাজ্যের শিক্ষাব্যবস্থার বেহাল দশার মধ্যেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই গড়িমসি, উদ্বেগ বাড়িয়েছে আরও কয়েক হাজার পড়ুয়ার।