আরও আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রূপ পেতে চলেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। এই পার্কে আগেই একাধিক নতুন প্রাণী এসেছে। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পার্কে খুব শিগগিরই আসতে চলেছে জিরাফ ও জলহস্তী। যার ফলে পার্কটি আরও বৈচিত্র্যময় হতে চলেছে। ইতিমধ্যেই এই সব প্রাণীদের আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল সাফারির অধিকর্তা ই বিজয়কুমার। (আরও পড়ুন: 'আমিষ দুধে' আটকে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা, WTO-তে নালিশ ট্রাম্প প্রশাসনের)
আরও পড়ুন:পুজোর আগে নতুন চমক বেঙ্গল সাফারিতে, আলিপুর চিড়িয়াখানা থেকে এল ১৮টি নতুন প্রাণী
সম্প্রতি আলিপুর চিড়িয়াখানা থেকে ১৮টি নতুন প্রাণী আনা হয়েছে এই পার্কে। এর মধ্যে রয়েছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ঘড়িয়াল, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, বিভিন্ন প্রজাতির পাখি ও গ্রিন ইগুয়ানা। এই সব নতুন বাসিন্দাদের জন্য তৈরি হচ্ছে পৃথক এনক্লোজার। তবে এই তালিকার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হতে চলেছে জিরাফ এবং বিশালাকৃতির জলহস্তী। পার্ক সূত্রে খবর, নতুন এই প্রাণীদের আগমনের সঙ্গে সঙ্গে বেঙ্গল সাফারিতে তৈরি হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক, বাটারফ্লাই জোন, পক্ষীরালয় ও সরীসৃপদের জন্য আধুনিক ঘর। তৈরি হচ্ছে কম্বো সাফারির জন্য নতুন প্রবেশপথও। শিশুদের জন্য আলাদা রাইড ও শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। (আরও পড়ুন: আর কোনও উপায় না দেখে এবার ভারতকে কড়া হুঁশিয়ারি ন্যাটোর, চাপে পড়বে মোদী সরকার?)
আরও পড়ুন: চিনা হাতিয়ার ফেল হতেই অপারেশন সিঁদুরে জিততে AI-এর সাহায্য নেয় পাকিস্তান!
এই প্রসঙ্গে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই পার্ক গড়ে ওঠে। বনমহোৎসব উপলক্ষে পার্ক পরিদর্শনে এসে তিনি আরও একাধিক প্রস্তাব দেন, যার মধ্যে ছিল আরও একটি গন্ডার ও একটি হাতি আনার বিষয়টিও। (আরও পড়ুন: ইয়েমেনে ঠিক কীভাবে পিছিয়েছে ভারতীয় নার্স নিমিশার প্রিয়ার মৃত্যুদণ্ড?)
বেঙ্গল সাফারিতে ইতিমধ্যেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ভাল্লুক, অজগর ও হাতি সহ বহু প্রজাতির প্রাণী। বাঘ ও সিংহের সফল প্রজননের নজির এই পার্ককে আরও গর্বিত করেছে। সম্প্রতি সেখানে জন্ম নিয়েছে তিনটি সিংহ শাবক। তবে জিরাফ ও জলহস্তীর মতো প্রাণী এসে পৌঁছালে পার্কের পরিধি শুধু বাড়বে না, শিলিগুড়ি ও উত্তরবঙ্গের পর্যটনেও যোগ হবে এক নতুন মাত্রা। সব মিলিয়ে, উত্তরবঙ্গবাসীর বহুদিনের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হতে চলেছে।