দর্শনার্থীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হল বেঙ্গল সাফারি পার্ক। আলিপুর চিড়িয়াখানা থেকে একজোড়া স্ত্রী ঘড়িয়াল-সহ মোট ১৮টি নতুন প্রাণী এনে সাফারির বৈচিত্র্য আরও সমৃদ্ধ করা হল। সোমবার ভোররাতে বিশেষ গ্রিন করিডর তৈরি করে তিনটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে এই প্রাণীগুলি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আনা হয়।
আরও পড়ুন: উৎসবের মরশুমে উপচে পড়া ভিড়, রেকর্ড আয়ের পথে বেঙ্গল সাফারি পার্ক
নতুন প্রাণীদের মধ্যে রয়েছে- একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দু’টি পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দু’জোড়া পেইন্টেড স্টর্ক, একজোড়া স্পুনবিল বার্ড ও তিনজোড়া গ্রিন ইগুয়ানা। প্রাণীগুলিকে আনতে আলিপুর থেকে বেঙ্গল সাফারির পক্ষ থেকে পাঠানো হয়েছিল পশু চিকিৎসক, প্রাণী বিশেষজ্ঞ এবং বন বিভাগের বিশেষ একটি টিম। উল্লেখ্য, এখনও পর্যন্ত সাফারি পার্কে তিনটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছিল ধ্রুব, মোহিনী ও রুবি। দীর্ঘদিন প্রজননের কোনও সাফল্য না থাকায় নতুন দুটি স্ত্রী ভল্লুক, মাধাই (৪ বছর বয়স) ও বিন্দু (৫ বছর বয়স)-কে আনা হয়েছে। এর ফলে মোট ভল্লুকের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।
ঘড়িয়াল সংখ্যাও বাড়ল। আগে এখানে ছিল একটি পুরুষ ও দুটি স্ত্রী ঘড়িয়াল। এবার নতুন একজোড়া স্ত্রী ঘড়িয়াল আসায় ঘড়িয়ালের মোট সংখ্যা হল পাঁচ। তবে এবার প্রথমবারের মতো বেঙ্গল সাফারিতে দেখা যাবে ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, পেইন্টেড স্টর্ক, স্পুনবিল বার্ড ও গ্রিন ইগুয়ানা। এই নতুন অতিথিদের ঘিরে দর্শকদের উৎসাহ আগেই তুঙ্গে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি সবকিছু পরিকল্পনা মতো চলে, তবে পুজোর আগেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই প্রাণীগুলিকে।