পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সাফারি পার্কের উদ্বোধন হয়েছিল। তার পর থেকেই প্রতিবছর শীত পড়তেই এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়ে থাকে। আর বড়দিন বা নববর্ষ অথবা অন্যান্য বিশেষ দিনে সেখানে আরও ভিড় বাড়তে থাকে। এবারও বড়দিনে সেখানে উপচে পড়া ভিড় হয়েছে। তা অন্যান্যবারের রেকর্ডকে ছাপিয়ে গেল।
আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে বাড়ল বাঘের সংখ্যা, জোড়া শাবকের জন্ম দিল সাদা বাঘ কিকা
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ধরেই বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের উপচে পড়া ভিড় হচ্ছে। বড়দিনে এখানে ৫১০০ দর্শকের ভিড় হয়েছিল। শুধু ২৪ এবং ২৫ ডিসেম্বরে এই পার্কে ১১ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এখানে মুহূর্তের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। শুধু বড়দিনই নয়, তারপরেও এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের মতে, এবার পার্কে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি ভিড় হচ্ছে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত চলতি আর্থিক বছরে এই পার্ক থেকে ৫ কোটি টাকা আয় হয়েছে। বছর শেষ হতে আরও কয়েকদিন বাকি। এই অবস্থায় অন্যান্য সমস্ত বারের রেকর্ডকে ছাপিয়ে এবার এই পার্ক থেকে ৭ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এবার রেকর্ড ভিড় হওয়ায় স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে পার্কের আধিকারিকদের মুখে।