কলকাতার মতো দুর্গাপুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মণ্ডপেও এবার বিশেষ নজর দিচ্ছে রাজ্য পুলিশ। পুজোর দিনগুলোতে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তার প্রতিটি দিকেই বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।
আরও পড়ুন: সন্তোষ মিত্র স্কোয়ারকে বারবার চিঠি, ক্ষুব্ধ BJP কাউন্সিলর, পুলিশ কমিশনার বললেন…
তিনি জানান, মহালয়া থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ বাহিনী সক্রিয় হয়ে উঠবে এবং বিসর্জন ও কার্নিভাল পর্যন্ত সেই মোতায়েন চলবে। তাঁর কথায়, যে জেলায় যেমন ভিড় হয়, সেখানে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে সদর দফতর থেকেও অতিরিক্ত বাহিনী পাঠানো হবে।
রাজ্য পুলিশের হিসেব অনুযায়ী, কলকাতা বাদে জেলা মিলিয়ে এবার ১৫ হাজারেরও বেশি পুলিশকর্মী পুজো-নিরাপত্তায় মোতায়েন থাকবেন। প্রয়োজনে অস্থায়ী কর্মীও নিয়োগ করা হবে যাঁরা মূলত ভিড় সামলানো ও যানবাহন নিয়ন্ত্রণের কাজে যুক্ত থাকবেন। রাতে ভিড় বেড়ে যাওয়ায় দর্শনার্থীদের সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান এডিজি। তিনি বলেন, রাতে যাঁরা ঠাকুর দেখতে বেরোবেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
পাশাপাশি কুড়মি সমাজের ডাকা ২৫ সেপ্টেম্বরের ‘রেল অবরোধ’ কর্মসূচি নিয়েও পুলিশের অবস্থান স্পষ্ট করেন জাভেদ শামিম। তিনি বলেন, পুরুলিয়ার ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশের বার্তা, রেল পরিষেবা অচল হলে বহু রোগী ও ছাত্রছাত্রী সমস্যায় পড়বেন। তাই যাতায়াত ব্যবস্থা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে পুলিশ প্রস্তুত।