পূর্ব-মধ্য রেলও নির্মাণ কাজ চলবে। সেজন্য একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। আগামী কয়েকদিনে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ০৯৬০৭ কলকাতা-মাদার জংশন স্পেশাল ট্রেন বাতিল ছিল। আগামী কয়েকদিনে কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা দেখে নিন একনজরে -১) ০৯৪১৩ আমদাবাদ-কলকাতা স্পেশাল : আগামী ২৭ অক্টোবর।২) ০৯৪১৪ কলকাতা-আমদাবাদ স্পেশাল : ২৩ এবং ৩০ অক্টোবর।৩) ০৯৬০৮ মাদার জংশন-কলকাতা স্পেশাল : আগামী ২৫ অক্টোবর। ৪) ০৯৬০৭ কলকাতা-মাদার জংশন স্পেশালও একদিন বাতিল ছিল - ২১ অক্টোবর (বৃহস্পতিবার)।৫) ০৩০২৫ হাওড়া-ভোপাল স্পেশাল : ২৫ অক্টোবর।৬) ০৩০২৬ ভোপাল-হাওড়া স্পেশাল : ২৭ অক্টোবর।পাশাপাশি আগামিকাল (শনিবার) থেকে আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর) পর্যন্ত নন-ইন্টার লকিংয়ের কাজের জন্য একাধিক ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন তালিকা -১) ০৭০২৯ আগরতলা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ডানকুনিতে দাঁড়াবে (২২ অক্টোবর যাত্রা শুরু)।২) ০২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ডানকুনিতে দাঁড়াবে (২৪, ২৫ এবং ২৬ অক্টোবর যাত্রা শুরু)।৩) ০৫২২৮ মুজফ্ফরপুর-যশবন্তপুর স্পেশাল এক্সপ্রেস ডানকুনিতে দাঁড়াবে (২৫ অক্টোবর যাত্রা শুরু)।৪) ০৫৯০৬ ডিব্রুগড়-কন্যাকুমারী স্পেশাল এক্সপ্রেস ডানকুনিতে দাঁড়াবে (২৩ অক্টোবর যাত্রা শুরু)।৫) ০২৫১৫৪ কোয়েম্বাত্তুর-শিলচর স্পেশাল এক্সপ্রেস ডানকুনিতে দাঁড়াবে (২৪ অক্টোবর যাত্রা শুরু)। দেখে নিন আর কোন কোন ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে - পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুধু ওই কয়েকদিন ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য দিন স্বাভাবিকভাবেই চলবে।