ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছিল ইটভাটাটি। ইট তৈরির জন্য বুধবার রাতে চিমনিতে আগুন দেওয়া হয়েছিল। সেই সময় ভাটায় কাজ করছিলেন অসংখ্য শ্রমিক। তার মধ্যে বেশ কয়েকজন শ্রমিক ভিন রাজ্যের বাসিন্দা। সেই সময় চিমনিতে আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেটি ভেঙে পড়ে যায়।
ইটভাটার চিমনি ভেঙে পড়ল। প্রতীকী ছবি
ভয়াবহ বিস্ফোরণ ঘটল একটি ইটভাটায়। ইট পোড়ানোর জন্য আগুন জ্বালাতে গিয়েই বিস্ফোরণের জেরে ভেঙে গেল চিমনি। যার ফলে মৃত্যু হল ভাটার ৩ শ্রমিকের। এছাড়াও গুরুতর জখম হয়েছে আরও ৪ জন। ঘটনাটি বসিরহাট থানার ইটিন্ডা এলাকার কৃষ্ণা ভাটার। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দারা জখম ও মৃতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। গুরুতর জখম অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছিল ইটভাটাটি। ইট তৈরির জন্য বুধবার রাতে চিমনিতে আগুন দেওয়া হয়েছিল। সেই সময় ভাটায় কাজ করছিলেন অসংখ্য শ্রমিক। তার মধ্যে বেশ কয়েকজন শ্রমিক ভিন রাজ্যের বাসিন্দা। সেই সময় চিমনিতে আচমকা বিস্ফোরণ ঘটে এবং সেটি ভেঙে পড়ে যায়। তখন চিমনির নিচে চাপা পড়েন একাধিক শ্রমিক। তাদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রানা দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গতকাল রাতে চিমনিতে আগুন ধরানো হয়েছিল। তখনই সেটিতে বিস্ফোরণ ঘটে। চিমনি ভেঙে যাওয়ার ফলে অনেকেই অচেতন হয়ে পড়ে। তখন আশপাশের ভাটার শ্রমিক এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।