একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আরামবাগের গোঘাট মহকুমার গুবীরচক গ্রামের খালে ওই মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল ঘিরে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ধর্মস্থলে গণকবর, খুন, ধর্ষণের অভিযোগ ভুয়ো, অভিযোগকারীকেই গ্রেফতার করল SIT
জানা যাচ্ছে, এদিন সকালে প্রতিদিনের মতো মাঠে কাজে বেরিয়েছিলেন এলাকার কৃষকরা। হঠাৎই তাঁরা খালে ভাসতে থাকা এক মহিলার দেহ লক্ষ্য করেন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ভিড় বাড়তে থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এখনও মৃতার পরিচয় জানা যায়নি। বয়স কত হতে পারে, বা কতদিন ধরে দেহটি জলে ছিল সেসব নিয়েও প্রশাসনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে না। তবে তদন্তকারীরা একে গুরুত্ব সহকারে দেখছেন। ইতিমধ্যেই স্থানীয়দের বয়ান নেওয়া হচ্ছে। ওই মহিলা স্থানীয় বাসিন্দা নাকি বাইরে থেকে আসা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।