দুর্গাপুজোয় চাইনিজ এলইডি ইলেকট্রিক ডিসপ্লে বোর্ড একেবারে নিষিদ্ধ ঘোষণা করল পুলিশ। গত বছরের পুজোয় এই ধরনের বোর্ডের অ্যাপের সহজ পাসওয়ার্ড হ্যাক করে অশালীন মন্তব্য লিখে দেওয়ার ঘটনা ভাইরাল হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার এই ধরনের এলইডি ডিসপ্লে নিষিদ্ধ করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পুজো কমিটি বা ডেকরেটর এই এলইডি ডিসপ্লে বোর্ড আর ব্যবহার করতে পারবে না।
আরও পড়ুন: পুজোর আগেই ক্যামেরার পিছনে থাকা মানুষগুলোর মুখে হাসি ফোটাল তনিমা! কীভাবে জানেন?
জানা গেছে, এই ধরনের ডিসপ্লে বোর্ড সাধারণত আট ডিজিটের সহজলভ্য পাসওয়ার্ডেই সুরক্ষিত থাকে। অনেক ডেকরেটর মালিক বছরের পর বছর এক পাসওয়ার্ড ব্যবহারের ফলে সেটি বহুজনের জানা। ডেকরেটররা উদ্যোক্তাদের ফোনেই অ্যাপ্লিকেশন ইন্সটল করে দিয়ে থাকেন এবং সেটি দিয়েই বোর্ডে লেখা ফুটিয়ে তোলেন। এভাবে সহজেই বিভ্রান্তিমূলক মন্তব্য বা বিজ্ঞাপন ভাইরাল হয়ে পড়ে বলে দাবি পুলিশের।
পুলিশ সুপার কুমার সানিরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলার প্রতিটি থানায়, পুজো কমিটির সঙ্গে বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হয়েছে চাইনিজ এলইডি ইলেকট্রিক ডিসপ্লে বোর্ড ব্যবহার নিষিদ্ধ। বিশেষ নজর থাকছে বেলডাঙা এবং সংলগ্ন এলাকায় যাতে কোথাও এই বোর্ড ব্যবহার না হয়। নিরাপদ, আনন্দঘন উৎসবের স্বার্থে পুলিশ সবধরনের পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই জেলা পুলিশের অধীনে সকল থানার আইসি, ওসি, এসডিপিও, ডিএসপি-দের নিয়ে বৈঠক করেছেন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপাররা। এলাকার প্রতিটি পুজো উদ্যোক্তা, ডেকরেটর মালিক ও আলোকসজ্জা সরবরাহকারীদের স্পষ্ট ভাবে সচেতন করা হয়েছে এই বিধিনিষেধ সম্পর্কে। পুলিশ আধিকারিকদের বক্তব্য, সহজলভ্য পাসওয়ার্ড এবং ওপেন-অ্যাক্সেসের সিস্টেমে খুব দ্রুত বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। তাই কঠোরভাবে এই ধরনের বোর্ড নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।