বেলডাঙায় হিংসার জেরে বন্ধ আছে মুর্শিদাবাদ জেলার ইন্টারনেট পরিষেবা। ২১ নভেম্বর পর্যন্ত এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কথা জানিয়েছে প্রশাসন। এরই মধ্যে অবশ্য বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, বেলডাঙা কাণ্ডের জেরে নাকি বাংলার চার জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, অমিত মালব্য দাবি করেন, বেলডাঙায় এখনও উত্তাপ জারি আছে। এই ঘটনায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘারেও দোষ চাপিয়েছেন তিনি। (আরও পড়ুন: সুশান্তের সঙ্গে দীর্ঘ বৈঠক, কসবা কাণ্ডে এবার 'সক্রিয়' অভিষেক? কী কথা হল দু'জনের?)