
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
উপ নির্বাচনের ফল বেরোতেই খোদ প্রার্থীর বাড়িতে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, হাড়োয়া কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাসের বাড়িতে শনিবার রাতে তাণ্ডব চালায় তৃণমূলি দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়েছে ট্রাক্টর। তাণ্ডব চালানো হয়েছে, বাগান ও চাষের জমিতে। তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচনের ভরাডুবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - 'কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে না'
হাড়োয়া বিধানসভার সদরপুরে বিজেপি প্রার্থীর বিমল দাসের ফসলের জমিতে দুষ্কৃতী হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলি দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গগভীর রাত্রে বিজেপির প্রার্থীর জমিতে দুষ্কৃতীরা হানা দেয়। জমির ফসল কেটে তছনছ করার পাশাপাশি সেচের পাম্পসেট ও ট্রাকটার ভাঙচুর করে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তারা বলেন এটা বিজেপি নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের জের। এর সঙ্গে তৃণমূল কোন ভাবেই জড়িত না। হাড়োয়াতে জামানত জব্দ হয়েছে বিজেপিসহ বিরোধী দলগুলোর তাদের পায়ের তলায় জমি নেই, হেরে যাওয়ার ফলে হতাশাগ্রস্ত হয়ে নিজেরাই এসব কাজ করেছে।
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়ারিড’, উপ নির্বাচনে ভরাডুবিকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
বিমলবাবু বলেন, আমার চার বিঘা জমিতে আমবাগানের আম গাছ গোড়া পেড়ে কেটে দিয়ে গিয়েছে তৃণমূলি দুষ্কৃতীরা। এগুলো স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। এর থেকে বোঝা যায় সারা রাজ্যে তৃণমূল কী করছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports