সীমান্তে বেড়েছে নজরদারি। তার মধ্যেও বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে। ধরপাকড়ও চালাচ্ছে পুলিশ ও বিএসএফ। এই অবস্থায় ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করল এক যুবক। কিন্তু, ভারতে প্রবেশের আগেই হাতেনাতে ধরা পড়ল ওই বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত খানজিপুর সীমান্ত এলাকায়। ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ওই যুবককে পরে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
আরও পড়ুন: কালীঘাটে ধৃত বাংলাদেশি কীভাবে পেলেন ‘খাঁটি ভারতীয়’ ড্রাইভিং লাইসেন্স?
জানা গিয়েছে, ধৃতের নাম জসিম হুসেন। বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে। রবিবার গভীর রাতে নিয়মিত টহলদারির সময় সীমান্তে কাঁটাতারের ধার ঘেঁষে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তাঁদের চোখে পড়ে, একজন যুবক গোপনে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন। প্রহরারত জওয়ানেরা সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে ওই যুবককে ধরে ফেলেন। তার কাছ থেকে বৈধ কোনও ভিসা বা পাসপোর্টের প্রমাণপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তাঁর নাম-পরিচয় জেনে তাঁকে আটক করে বিএসএফ। এরপর সোমবার সকালে তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তেহট্ট থানার পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, সে ঠিক কী কারণে এবং কার সঙ্গে যোগাযোগ রেখে ভারতে প্রবেশ করতে চেয়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর পেছনে কোনও চোরাচালান চক্র, অবৈধ কাজকর্ম বা বৃহত্তর নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না।