কসবা গণধর্ষণ-কাণ্ডে উত্তাল রাজ্য। সেই আবহে এবার নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। আর ঘটনাস্থল হল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। বান্ধবীর বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হতে হল এক নাবালিকাকে। বর্তমানে মেয়েটি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: এরা পেশাদারি ধর্ষক, কসবা গণধর্ষণ স্টেট স্পনসর্ড, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ন্যাজাট থানার অন্তর্গত আগারআটি গ্রামে মামার বাড়িতে থাকে। তার বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকেন। অভিযোগ, রবিবার দুপুরে মেয়েটিকে এলাকার এক নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় তার বান্ধবীর বাবা। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পাশ দিয়ে যাওয়া কয়েকজন মহিলা মেয়েটির আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন। তাঁরা মেয়েটিকে উদ্ধার করেন। যদিও অভিযুক্ত বুঝতে পেরে চম্পট দেয়। তাকে এখনও ধরতে পারেনি পুলিশ।
জানা যাচ্ছে, স্থানীয়রাই মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও এমন ঘটনার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু ভয় দেখিয়ে বারবার মেয়েটিকে চুপ করিয়ে রাখা হয়েছিল। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ন্যাজাট থানায়। থানার ওসি ভরত প্রসূন পুরকাইত জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ছবি ও পরিচয় বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।