রাস্তায় নাবালিকাকে পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আর পুলিশে খবর দেন। তখন ওই নাবালিকাই সব ঘটনা জানায়। তখনই অভিযুক্তদের বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়। আর পুলিশ রাতেই তাদের গ্রেফতার করে বলে খবর। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে।
নাবালিকাকে গণধর্ষণ। প্রতীকী ছবি
গ্রামের মেলা থেকে ফেরার পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল। এই ঘটনায় গোটা গ্রামে শোরগোল পড়ে গিয়েছে। এমন ঘটনা যে ঘটতে পারে সেটা কল্পনাও করতে পারেননি কেউ। কুলতলির নাবালিকা গণধর্ষণের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। কুলতলির নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা।
ঠিক কী ঘটেছে কুলতলিতে? স্থানীয় সূত্রে খবর, কুলতলির ঝিঙেতলার নাবালিকা বাসিন্দা নির্যাতিতা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় তার মা বাড়িতে ছিলেন না। এখানেই মেলা বসেছে বাড়ির অদূরে। তাই একাই এলাকার মেলায় গিয়েছিল নাবালিকা। সেখান থেকে ফেরার সময় দু’জন তার পিছু নেয়। আর তাকে জোর করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নাবালিকাকে গণধর্ষণ করা হয়। এই কুকর্ম করার পর নাবালিকাকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্তরা।