এই ভবসিন্ধু এলাকাবাসীর সঙ্গেও নানা সময় খারাপ ব্যবহার করে থাকেন। এখানে ছেলেরা খেললে গায়ে জল ঢেলে দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু পথ কুকুরদের খুন করার ঘটনায় কুলতলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তার ভিত্তিতেই ভবসিন্ধু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। আর নিহত কুকুরগুলির কয়েকটি ছানাও ছিল।
পথকুকুরদের খুনের ঘটনা প্রকাশ্যে এল।
আবার পথ কুকুরের উপর নৃশংস অত্যাচার করে খুনের ঘটনা প্রকাশ্যে এল। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। তবে স্রেফ আশঙ্কায় এই ঘটনা ঘটিয়ে দেওয়ায় অঞ্চলের মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এখানে একাধিক ধানজমি রয়েছে। সেখানের বীজতলা নষ্ট করবে এই পথ কুকুররা। এই আশঙ্কায় চারটি কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি।
ঠিক কী ঘটেছে কুলতলিতে? স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার সকালে একসঙ্গে চারটি কুকুরের দেহ দেখতে পাও্যা যায়। কিন্তু নিস্তেজ হয়ে পড়ে আছে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তখন অন্যান্যদের ডাকা হয়। সবাই এসে দেখেন কুকুরগুলিকে খুন করা হয়েছে। কে এই কাজ করল, তা নিয়ে প্রথমে সন্দেহ হয়। পরে তাঁরা বুঝতে পারে এই কাজ এলাকারই বাসিন্দা ভবসিন্ধু মণ্ডল। কুলতলির ২ নম্বর জালাবেড়িয়া পঞ্চায়েতের সিকিরহাট পশ্চিম গাবতলা গ্রামে আলোড়ন ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছেন গ্রামবাসীরা।