করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে কালাজ্বর। রাজ্যের ১১ টি জেলায় কমপক্ষে ৬৫ জন এখনও পর্যন্ত কালাজ্বরে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আর তাতেই উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। একেই করোনার সংক্রমণ প্রতিদিন ঊর্ধ্বমুখী, তার ওপর ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এই অবস্থায় কালাজ্বর বাড়ার ফলে স্বাস্থ্য কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে কালাজ্বর নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। পাশাপাশি রোগ নির্মূল করতে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এর জন্য আক্রান্তদের পাকা বাড়ি ও শৌচালয় করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছ এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী বলেন, আক্রান্তদের চিহ্নিত করে তাদের পাকা বাড়ি করে দেওয়া হবে। রোগীকে নিখরচায় ওষুধ দেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। সেই সঙ্গে রোগী পিছু মাসে হাজার টাকা করে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত ৬৫ জনের শরীরে কালাজ্বরের সংক্রমণ হলেও রক্ত পরীক্ষা করলে হয়তো আরও বেশ কয়েকজনের আক্রান্তের খবর পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যাঁতস্যাঁতে মাটির বাড়ি, মেঝেতে বা দেওয়ালে বালি মাছি ডিম পাড়ে। এই মাছির শরীরে বসবাসকারী পরজীবী দ্বারা কালাজ্বরে আক্রান্ত হয় মানুষ।
কী কী উপসর্গ দেখা দিতে পারে?