দেশজুড়ে বেকারত্বের সমস্যা বাড়ছে। নিয়োগ বন্ধ করেছে বিভিন্ন সংস্থা। ঠিক সেই জায়গায় কর্মসংস্থানের নিরিখে নজির সৃষ্টি করল দুর্গাপুর এনআইটি। বিভিন্ন নামজাদা বহু জাতীয় সংস্থায় চাকরি পেল বহু পড়ুয়া। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে মাইক্রোসফট থেকে শুরু করে গুগল, অ্যাপেল আমাজনের মতো বড় বড় সংস্থা। অনেকেই পেয়েছেন হাফ কোটি প্যাকেজের চাকরি।
আরও পড়ুন: 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে এখানে এখনও পর্যন্ত ১২০টি সংস্থা ক্যাম্পাসিংয়ের জন্য এসেছে। যার মধ্যে একটি সংস্থা প্রতিষ্ঠানে এখনও ক্যাম্পাসিং করছে। তারা বার্ষিক ৫৮ লক্ষ প্যাকেজের প্রস্তাব নিয়ে সেখানে ক্যাম্পাসিং চালাচ্ছে। প্রার্থী বাছাইয়ের কাজ করছে সংস্থাটি। তবে অন্য সংস্থাগুলি ইতিমধ্যেই চাকরির জন্য প্রতিষ্ঠানের বহু পড়ুয়াকে বেছে নিয়েছে। যার মধ্যে বার্ষিক ৫৩ লক্ষ টাকা প্যাকেজের চাকরি পেয়েছেন ১১ জন। শুধু তাই নয়, রানিগঞ্জের এক ছাত্রী একইসঙ্গে তিনটি বড় সংস্থা মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজন থেকে চাকরির সুযোগ পেয়েছেন। যদিও তিনি কোন সংস্থাকে চাকরির জন্য বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি। দুর্গাপুর এনআইটির এই সাফল্যে খুশি কর্তৃপক্ষ।
এবিষয়ে এনআইটি দুর্গাপুরের অধিকর্তা অরবিন্দ চৌবে জানান, এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের সুস্থ পরিবেশে ভালোভাবে পড়ানোর ওপর জোর দেওয়া হয়। তবে সাফল্য এসেছে পড়ুয়াদের মেধা ও ফ্যাকাল্টির পরিশ্রমের জন্যই।