প্রেম, আকর্ষণ, ধন, বৈভব, ভোগ, বিলাসের কারক মনে করা হয় দৈত্যগুরু শুক্রকে। শুক্রের অবস্থানের প্রভাব ১২ রাশিতে পড়ে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখও যেমন দেখেন,তেমনই বহু রাশির জাতক জাতিকারা লড়াইয়ের মুখেও পড়েন। ২৬ জুলাই, বৃষ থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবেন শুক্র। সেখানে অবস্থানে রয়েছেন বৃহস্পতি। দুই গ্রহের যুতিতে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। কারা কারা লাকি, তা দেখে নিন।
মেষ
শুক্র, গুরু বৃহস্পতির যুতিতে মেষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। এই আত্মবিশ্বাস বহু ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। নতুন বন্ধু তৈরি করতে সফল হবেন। বৈবাহিক জীবনে চলা সমস্যা এবার মিটবে। জীবনে সুখ শান্তির সময় আসবে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। কোথাও আটকে থাকা টাকা হাতে পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আমদানিও ভালো হবে। প্রেম জীবন ভালোর দিকে যাবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
বৃষ
বৃষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে অপার সাফল্য পাবেন। হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়তে পারে। কোনও ধার্মিক কাজে অংশ নিতে পারেন। কোনও তীর্থস্থানে যাত্রা করতে পারেন। আপনার ভিতরে থাকা কোনও নতুন শিল্পকলার বিকাশ হতে পারে। সুখ, শান্তিতে সময় কাটবে। সন্তানের দিক থেকেও ভালো সময় কাটতে পারে।
( Weight Loss Tips: জিমে না গিয়েও বনি কাপুর কমিয়েছেন ২৬ কেজি! ওজন কমানের ‘ম্যাজিক ডায়েট’টি কী?)
(Sawan Amavasya 2025 Tithi: শ্রাবণের অমাবস্যা আর ক'দিন পরই! তারিখ, তিথি দেখে নিন পঞ্জিকামতে )
বৃশ্চিক
গজলক্ষ্মী রাজযোগ হঠাৎ করে আপনার জীবনে টাকা সংক্রান্ত কোনও ভালো খবর আনতে পারে। আকস্মিক ধনলাভে সঙ্গে সঙ্গে কোনও ভালো সুখবরও দিতে পারে। কঠিন কোনও ঝামেলা থেকে মুক্তি পেলেও পেতে পারেন। টাকার পরিস্থিতির দিক থেকেও ধীরে ধীরে সমস্যা কাটিয়ে উঠতে পারেন। আপনি টাকা সঞ্চয় করার ক্ষেত্রে সফল হতে পারেন। কোনও না কোনও সময় জীবনে সমস্যার মুখে পড়তে হতে পারে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )