বিশ্বকর্মা পুজো কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে মহালয়া ২০২৫র কাউন্টডাউন। আর এই বছরের মহালয়ায় রয়েছে সূর্যগ্রহণ। প্রশ্ন উঠছে, মহালয়ার দিনের সূর্যগ্রহণ কি পিতৃতর্পণে কোনও প্রভাব ফেলবে? পিতৃপক্ষ শেষ করে দেবীপক্ষের সূচনার সময়কালে মহালয়ায় কোন সময় রয়েছে এই সূর্যগ্রহণ? ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণের সময়কাল দেখে নেওয়া যাক। সঙ্গে তর্পণ করতে কী কী সামগ্রী লাগে, সেটা দেখা যাক।
সূর্যগ্রহণ:-
মহালয়া ২০২৫র দিন আংশিক সূর্যগ্রহণ আরম্ভ হবে, ৫.২৯ UTCতে (ভারতীয় সময় অনুসারে, রাত ১০ টা ৫৯ মিনিট)। গ্রহণের চরম বিন্দু ৭.৪১ UTC( ভারতীয় সময় অনুসারে, রাত ১ টা ১১, মধ্যরাত পার করে ২২ সেপ্টেম্বর )। গ্রহণ শেষ রহবে ৯.৫৩ UTC( ভারতীয় সময় অনুসারে, রাত ৩ টে ২৩, ২২ সেপ্টেম্বর)।
সূর্যগ্রহণের প্রভাব কি পড়বে মহালয়ার তর্পণে?
২১ সেপ্টেম্বর, ২০২৫ সালের রবিবার দিন পড়েছে সূর্যগ্রহণ ও মহালয়া। মহালয়ার দিনে সূর্যগ্রহণ থাকায় অনেকের কাছেই প্রশ্ন এমন দিনে কি পিতৃতর্পণ করা শুভ হবে? কারণ অনেক সময় ধর্মীয় মত মেনে, এমন দিনে বিশেষ কাজ করার নিয়ম নেই। তবে শাস্ত্রজ্ঞরা বলছেন, মহালয়ার দিনে সূর্যগ্রহণ, যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই এর ফলে তর্পণ রীতি প্রভাবিত হবেনা। যদি ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যেত, তাহলেই এই বছরের তর্পণ , সূর্যগ্রহণের সময়ের আগে সেরে ফেলতে হত। গ্রহণ চলাকালে পিতৃপুরুষদের জল দান, ভোজ্যদানের রীতি নেই। ফলত, গ্রহণের সময় তর্পণের রীতিও নেই।
( Pak Minister Ishaq Dar: ইস্যু ভারত-পাক মধ্যস্থতা, দিল্লির অবস্থানেই শিলমোহর বেফাঁস পাকমন্ত্রীর!)
তর্পণের সামগ্রীর লিস্ট:-
শ্রাদ্ধপক্ষের সময় পূর্বপুরুষরা নিজ নিজ বংশে যান, সন্তুষ্ট হন এবং ঘরে উচ্চমানের সন্তান জন্মদানের আশীর্বাদ দেন। যারা শ্রাদ্ধ করেন না তাদের পূর্বপুরুষরা অতৃপ্ত থাকেন। এই অবস্থায় শ্রাদ্ধে তর্পণ করতে তিল, জল, ধান, কুশ, গঙ্গা জল ইত্যাদি ব্যবহার করতে হবে। তবে অনেক মতে বলা হয়, কলা, সাদা ফুল, কালো মাসকলাইয়ের ডাল, গরুর দুধ, ঘি, ক্ষীর, ধান, যব, মুগ এবং আখ দিয়ে করা শ্রাদ্ধে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। বি.দ্র-আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য বা সঠিক। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে একজন সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।)