দেবীপক্ষের ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত মায়ের পুজো হয়। এই পাঁচদিন দেবীপক্ষের সবচেয়ে গুরুত্ববাহী দিন। তাই এমন দিনে কিছু কাজ করা একেবারেই উচিত নয়। এতে মায়ের কৃপা থেকে বঞ্চিত হতে হয়। জ্যোতিষ ও বিভিন্ন ধর্মশাস্ত্র মতে, এই কাজগুলি ব্যক্তিগত জীবনের অশান্তির সূচনা ঘটায়। অন্যদিকে এমন কাজ ভুল করেও করলে কেরিয়ারে প্রভাব পড়তে পারে। কোন কোন কাজ এই পাঁচদিন এড়িয়ে চলবেন? আসুন জেনে নেওয়া যাক।
মায়ের আশীর্বাদ পেতে মানুন এই ৫ রীতি
১. দিবানিদ্রা ত্যাগ করুন - পুজোর পুণ্যলগ্নে আশপাশ মাতোয়ারা। আপনিও যদি মায়ের আশীর্বাদ যথার্থ ভক্তিসহকারে পেতে চান, তাহলে দিবানিদ্রার অভ্যাস ত্যাগ করতে হবে। বিষ্ণুপুরাণ বলছে, অতি শুভ কাজও ভেস্তে দিতে পারে দিবানিদ্রার অভ্যাস। তাই পুজোর পাঁচদিন বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়দের সঙ্গে সময় কাটান। কিন্তু ভুলেও দিবানিদ্রা নয়।
২. স্থাপিত ঘটের যত্ন নিন - মা দুর্গার আগমন উপলক্ষে যে ঘট স্থাপন করেছেন তার যত্ন নিতে হবে। ঘটকে অপবিত্র করা যাবে না। ঘটে জল ভর্তি রয়েছে কি না খেয়াল রাখতে হবে।
(আরও পড়ুন - বৃশ্চিকে এন্ট্রি বুধ ও মঙ্গলের! টাকার বন্যায় ভাসবে অ্যাকাউন্ট, লাকি লিস্টে কারা?
আরও পড়ুন - ঘরের সামনে পিপল গাছ থাকা শুভ না অশুভ? বাস্তু মতে কী করা উচিত, জেনে নিন প্রতিকার)