বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহকে গ্রহদের সেনাপতি মনে করা হয়। আর এই মঙ্গলদেবের কোনও রাশিতে ফের একবার আসতে মোট ২২ মাস সময় লাগে। ফলত, মঙ্গল, কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি করেন। এবার তৈরি হয়েছে মঙ্গল ও বুধের যুতিতে দশাঙ্ক যোগ। তার ফলে বহু রাশি সুখের মুখ দেখতে শুরু করছেন। কোন কোন রাশির কপালে ভালো সময় রয়েছে, দেখা যাক। গত ১১ সেপ্টেম্বর ২০২৫ সালে মঙ্গল ও বুধের দশাঙ্ক যোগ তৈরি হয়ে গিয়েছে।
কন্যা
জীবনে প্রায় সব ক্ষেত্রে নতুন সাফল্য ঘরে আসবে। এই সময় আত্মবিশ্বাস আর সাহসের উল্লেখ্য বৃদ্ধি হবে। যার হাত ধরে আপনি বড়সড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সাহস এবার প্রতিযোগিতা আর চ্যালেঞ্জের ক্ষেত্রে সুবিধা দেবে। এই আত্মবল আপনাকে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে লাভ দেবে। আপনার কথা বলার ধরণ, সমস্যা সমাধানের রাস্তা বিভিন্ন সমস্যা সমাধানের রাস্তা ঠিক করে দেবে। সমাজে আপনার মান সম্মান বেড়ে যাবে। আপনার পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য মজবুত হবে। আপনার আত্মবিশ্বাসও হু হু করে বাড়বে।
তুলা
আপনি বহু ক্ষেত্র থেকে ভালো লাভ পাবেন। আমদানির ক্ষেত্র থেকে বিভিন্ন দিক দিয়ে ঘরে আসবে লাভ। ব্যবসার ক্ষেত্রে বহু লাভ আসতে পারে। পরিবারের সহযোগিতা পাবেন। রোজগারও ভালোর দিকে যাবে। স্বাস্থ্যের দিক থেকে ভালো লাভ পাবেন। ভাই বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। আপনার দ্বারা করা যেকোনও কাজে সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে।
মকর
এই রাশির জাতক জাতিকারা সব দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন। পরিশ্রমের ফল পাবেন। আপনার দ্বারা করা যেকোনও পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। যে কাজের জন্য আপনি দীর্ঘ দিন অপেক্ষা করেছেন, সেই কাজ এবার শেষের দিকে। সমাজে মান সম্মান বাড়বে। সমাজে বহু প্রতিস্পর্ধীদের সঙ্গে আপনার টক্কর হবে। তাতে লাভ আসবে ঘরে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)