পিকনিক করতে গিয়ে বিপত্তি। নদীর ওপারে আটকে পড়ে ১১ জন। উদ্ধার করতে ডাকা হয় দমকল বিভাগকে। জানা যায়, শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আপার দুধিয়া এলাকায় পিকনিক করতে যান ১৩ জন। সকলে দুধিয়ার বালাসন নদীর এপারে গাড়ি দাঁড় করিয়ে ওপারে ঘুরতে যান তাঁরা পায়ে হেঁটে। ২ জন আবার এপারে কয়েকটি জিনিস নিতে আসেন। তখনই আচমকা আবহাওয়া খারাপ হতে থাকে। বালাসন নদীর জল বেড়ে গিয়ে ওপারে আটকে পড়েন ১১ জন। পরিস্থিতি বুঝে স্থানীয়রা খবর দেন পুলিশকে। উদ্ধারে আসে দমকল। শেষে দমকলের প্রচেষ্টায় সকলকে উদ্ধার করা যায়।
Makar Sankranti Ujjain Mahakal: মকর সংক্রান্তিতে ভস্ম আরতি মহাকালেশ্বর মন্দিরে বিশেষ হয়, এই দিন বাবা তিলের লেপ দিয়ে বিশেষ স্নান করেন, মহাকালেশ্বর মন্দিরে কী ভাবে পালিত হয় মকর সংক্রান্তি, জেনে নিন এখান থেকে।