যুদ্ধের ময়দানে কীভাবে লড়াই করেন দেশের বীর যোদ্ধারা? কতটা প্রাণের ঝুঁকি নিয়ে চলে সেই শত্রু দমন কর্মকাণ্ড? তার কিছু ঝলক উঠে এল সেনার 'ইন্টিগ্রেটেড ব্যাটল ট্রেনিং' এর দৃশ্যে। কোথাও যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে সময় অভিযান, তো কোথাও হাতে বন্দুক তুলে নিয়ে শত্রু দমন। এমন বিভিন্ন গায়ে কাঁটা দেওয়া ছবি উঠে আসতে শুরু করল এই ভিডিয়োয়। 'ইন্টিগ্রেটেড ব্যাটল ট্রেনিং' বা আইজিবিএসের এমন যুদ্ধ প্রস্তুতির দৃশ্য কার্যত তাক লাগিয়েছে।
জ্যোতিষশাস্ত্রে নিমের উপকারীতার কথা বলা হয়েছে। নিম পাতা সেবন বা নিম পাতা দিয়ে স্নান করা শরীরের জন্য খুবই উপকারী। নিম পাতা দিয়ে স্নানের উপকারিতা জেনে নিন।