Updated: 03 Aug 2020, 11:42 AM IST
HT Bangla Correspondent
করোনা সচেতনতার জন্য নানান পন্থা অবলম্বন করেছেন দেশের মানুষ। রাজস্থানের যোধপুরের একটি রেস্তোরাঁ নিজেদের মেনুতে এনেছে কোভিড কারি ও মাস্ক নান। এতে রীতিমত পুলকিত খদ্দেররা।
হোটেলের মালিক বলেছেন তারা করোনা নিয়ে জনসচেতনতা বাড়াতে চান। তিনি বলেন সব রকমের সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে গ্রাহকরা সুরক্ষিত ভাবে রসনাতৃপ্তি করতে পারেন। ডিজিটাল মেনুর ব্যবস্থাও করা হয়েছে যাতে কোনও ভাবে মেনুকার্ড থেকে সংক্রমণ ছড়াতে পারে। রাজস্থানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩০ হাজার মানুষ।