পেসার মহম্মদ সিরাজ, যিনি প্রথম ইনিংসে ভারতের হয়ে দাঁড়িয়েছিলেন, বৃহস্পতিবার তিনি স্বীকার করেছেন যে বোলাররা লন্ডনের ওভালে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও ভালো লাইনে বোলিং করতে পারত। ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রানে অলআউট হয়ে যায়। হেড একটি চমকপ্রদ ১৬৩ রানের ইনিংস খেলেন। সেই সময়ে স্মিথ একটি দুর্দান্ত ১২১ রান করেন যখন এই জুটি চতুর্থ উইকেটে ২৮৫ রান যোগ করেন।
আরও পড়ুন… গিল তো সবে শিখছে কিন্তু পূজারা এটা কী করে করল! ১০০ টেস্ট খেলা তারকার ভুল ধরলেন শাস্ত্রী
সিরাজ বলেছিলেন যে ম্যাচের প্রথম দিনে হেডের পাল্টা আক্রমণের পর, দলের পরিকল্পনা ছিল ফলাফল নির্বিশেষে বাউন্সার বল করা। হেডের বিরুদ্ধে শর্ট বল ব্যবহার না করার ভারতীয়দের কৌশল প্রথম দিনেই প্রশ্নবিদ্ধ হয়েছিল, পরের দিন টিম ইন্ডিয়া নিজেদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত লেগ সাইডে শর্ট বল করে ট্রেভিস হেডকে আউট করেছিলেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন… FIH Pro League: আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত
দ্বিতীয় দিনের খেলার শেষে মহম্মদ সিরাজ বলেন, ‘গতকাল সকালে স্টিকি বাউন্স ছিল এবং সীম মুভমেন্ট ছিল। তারপরে, ছয় মিটার দৈর্ঘ্য থেকে পর্যাপ্ত সুইং ছিল না এবং ব্যাটারদের জন্য এটি সহজ ছিল। হেড অসাধারণভাবে ব্যাটিং করেছেন। আমরা আরও ভালো লাইনে বোলিং করতে পারতাম।’ দ্বিতীয় দিনে বোলিং পরিকল্পনা নিয়ে সিরাজ বলেন, ‘আমরা হেডকে বাউন্সার বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধুমাত্র হেডের জন্য আমাদের এই পরিকল্পনা ছিল এবং আমরা জানতাম যদি সে সেখান থেকে মারে তাহলে তা-ই হোক। আমরা এটা ধরেই নিজেদের কাজ চালিয়ে গিয়েছিলাম এবং তাতে সাফল্য পেয়েছি। আমরা চাপ তৈরি করেছিলাম। সে খুব বেশি রান করতে পারেনি, যেটা আাদের সাহায্য করেছিল। আমরা প্রথম দিনেও বাউন্সার ব্যবহার করেছি কিন্তু সেটা কাজে আসেনি।’
আরও পড়ুন… WTC Final 2023: ভারতের জন্য ব্যাটিং আরও কঠিন হয়ে উঠবে, হুঁশিয়ারি স্কট বোল্যান্ডের
এরপরে তিনি বলেন, ‘শুধুমাত্র আমার বোলিংয়ে চার-পাঁচটি সুযোগ ছিল। আমরা যদি ভালো বোলিং না করতাম, তাহলে অস্ট্রেলিয়া ৫০০ পেরিয়ে যেত।’ সিরাজ যোগ করেছেন যে উইকেটে দ্বিতীয় দিনে আরও গতি এবং অসম বাউন্স ছিল। তিনি বলেছেন, ‘উইকেটে গতি বেশি এবং অসম বাউন্স আছে। আমরাও ভালো বোলিং করেছি কিন্তু হেড যেভাবে ব্যাটিং করেছে সে আমাদের লেংথকে পিছনে ঠেলে দিতে বাধ্য করেছে।’ দিনের প্রথম ওভারে অস্ট্রেলিয়া তার শতরান পূর্ণ করার পর স্টিভ স্মিথের কাছে বল ছুড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘এটা কিছুই ছিল না। আমি শুধু উপভোগ করছিলাম। এটি করা গুরুত্বপূর্ণ কারণ এটি একটি দীর্ঘ দিন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।