চেতেশ্বর পূজারা ও শুভমন গিলের আউট কিছুেই মানতে পারছেন না ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। প্রথমে স্কট বোল্যান্ডের বলে আউট হয়েছিলেন শুভমন গিল এবং তারপরে ক্যামরন গ্রিনের বলে আউট হলেন চেতেশ্বর পূজারা। দুই তারকার এই আউট দেখে অবাক হয়েছেন রবি শাস্ত্রী। তিনি রীতি মতো প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য শুভমন গিল না হয় তরুণ তবে পূজারা তো ১০০টি টেস্ট খেলে ফেলেছিল, তাহলে কী করে সে এমন ভুল করল। আসলে রবি শাস্ত্রী বোঝাতে চেয়েছেন নিজেদের ভুলেই আউট হয়েছেন পূজারা ও গিল।
আরও পড়ুন… WTC Final 2023: ভারতের জন্য ব্যাটিং আরও কঠিন হয়ে উঠবে, হুঁশিয়ারি স্কট বোল্যান্ডের
ম্যাচ শেষে শুভমন গিলের আউট প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘এটি খারাপভাবে ছিলেন কারণ সামনের পা সবেমাত্র এগিয়ে ছিল। তখন তাঁর বলের দিকে যাওয়া উচিত ছিল। আসলে তিনি এটিকে খেলতে চেয়েছিলেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এটিকে ছেড়ে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন, তিনি যেভাবে এটিক ছেড়েছেন তাতে তাঁর অফ-স্টাম্প উন্মুক্ত হয়েগিয়েছিল। সামনের পাটি তখনও মিডল স্টাম্পে ছিল যখন এটি আসলে অফ স্টাম্পের দিকে যাওয়া উচিত ছিল। সামনের পাটিকে দেখুন। এটি বলের দিকে হওয়া উচিত ছিল। তিনি ভেবেছিলেন এটি অফ স্টাম্পের বাইরে ছিল। এটি তাঁর সিদ্ধান্তের একটি বড় ভুল।’
আরও পড়ুন… FIH Pro League: আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত
এরপরে চেতেশ্বর পূজারার আউটের কথা আসতেই হতাশ হয়ে যান রবি শাস্ত্রী। একজন ক্রিকেটার যিনি ইংল্যান্ডের মাঠকে অন্যদের থেকে ভালো করে চেনেন, যিনি দীর্ঘ দিন ধরে ইংল্যান্ডের মাঠে কাউন্টি খেলছেন, তিনি কী করে এমন ভুল করেন, সেটা দেখেই অবাক হয়েছেন শাস্ত্রী। ১০০টি টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন পুজারাকে এমন ভাবে আউট হতে দেখে অবাক হয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা ইংল্যান্ডে বল ছাড়ার কথা বলি এবং আমরা সবসময় আপনার অফ স্টাম্প কোথায় তা জানার কথা বলি। এটি আপনার অফ স্টাম্প কোথায় তা জানা নেই। দেখুন, শুভমন গিল তার ফুটওয়ার্ক নিয়ে একটু অলস। তিনি শিখবেন; তিনি এখনও শেখার জায়গায় আছেন। তিনি এখনও তরুণ, কিন্তু পূজারা তাঁর কাছ থেকে এটা দেখে খুবই হতাশাগ্রস্ত হয়েছি। এটা বলের দিকে এবং বলের লাইন জুড়ে আরেকটু এগিয়ে যাওয়া উচিত ছিল। সেজন্য তারা আপনাকে বলতে থাকে - দেখুন আপনার অফ স্টাম্পটা কোথায় রয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।