মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) 2023-এ তাদের দুর্দান্ত জয়ের দৌড় অব্যাহত রেখেছে। মুম্বই টুর্নামেন্টে টানা চতুর্থ জয় নিবন্ধন করেছে। রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৮ উইকেটের জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ইউপি ১৬০ রানের টার্গেট দেয়, যা মুম্বই সহজেই ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে অর্জন করে। ক্যাপ্টেন ইনিংস খেলেন হরমনপ্রীত কৌর। তিনি ৩৩ বলে ৯ চার এবং ১ ছক্কার সাহায্যে অপরাজিত ৫৩ রান করেন। একই সময়ে, ন্যাট সিভার ব্রান্ট ৩১ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ রানের অবদান রাখেন। হরমনপ্রীত কৌর এবং ন্যাট সিভার ব্রান্ট তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।
হরমনপ্রীত এবং ব্রান্ট তৃতীয় উইকেটে ম্যাচ জয়ী জুটি গড়লেন (ছবি-টুইটার)
ইউপি ওয়ারিয়র্সের দেওয়া ১৬০ রানের লক্ষ্য অতি সহজেই জয় করল মুম্বই। ১৫ বল বাকি থাকতেই আট উইকেটে জিতল হরমনরা।
12 Mar 2023, 10:50 PM IST
হরমনের ৫০ রান
মাত্র ৩২ বলে পঞ্চাশ টপকাল মুম্বই। এদিনের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। মুম্বই ১৭ ওভারে করেছে ১৫৩/২ রান।
12 Mar 2023, 10:48 PM IST
হরমনপ্রীত-ব্রান্টের জুটি
বড় লক্ষ্যকে সহজ করে দিচ্ছে হরমনপ্রীত ও ব্রান্টের জুটি। ১৬ ওভার শেষে ১৪২/২ রান তুলেছে মুম্বই। হরমন ৩০ বলে ৪৯ ও ব্রান্ট ২৪ বলে ২৮ রান করে ক্রিজে রয়েছেন।
12 Mar 2023, 10:43 PM IST
১৫ ভারে MI করল ১২৩/২
হরমনপ্রীত কৌর ২৪ বলে ৩১ রান ও ন্যাট সিভার ব্রান্ট ২৪ বলে ২৮ রান করে ক্রিজে রয়েছেন।
12 Mar 2023, 10:28 PM IST
১২ ওভারে MI করল ৮৭/২
ম্যাচ জিততে হলে ৪৮ বলে ৭৩ রান করতে হবে মুম্বইকে। হরমনপ্রীত কৌর ৯ রান ও ন্যাট সিভার ব্রান্ট ১৬ রান করে ক্রিজে রয়েছেন।
12 Mar 2023, 10:19 PM IST
১০ ওভারে MI করল ৭২/২
১০ ওভারে MI করল ৭২/২ রান। ন্যাট সিভার ব্রান্ট ৭ বলে ৪ রান করে ক্রিজে রয়েছেন অন্যদিকে হরমনপ্রীত কৌর ১১ বলে ৭ রান করে ক্রিজে রয়েছেন।
12 Mar 2023, 10:05 PM IST
দ্বিতীয় উইকেটের পতন
যস্তিকা ভাটিয়ার পরে আউট হলেন হেইলি ম্যাথিউস। ১৭ বলে ১২ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৭.২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ৫৮/২ রান।
12 Mar 2023, 10:02 PM IST
প্রথম উইকেট পেল UPW
যস্তিকা ভাটিয়া ২৭ বলে ৪২ রান করে সাজঘরে ফিরলেন। এদিনে ইনিংসে তিনি ৮টি চার ও একটি ছক্কা মারেন। ৬.৫ ওভারে MI স্কোর ৫৮/১ রান।
12 Mar 2023, 09:56 PM IST
৫০ টপকাল MI
৫.৩ ওভারে উইকেট না হারিয়ে ৫০ করল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাথিউস ১০ ও যস্তিকা ভাটিয়া ৩৬ রান করে খেলছেন।
12 Mar 2023, 09:49 PM IST
আউট না নট আউট! শুরু বিতর্ক
ম্যাথিউসের আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফিল্ড আম্পায়ার নটআউট দেওয়ায় থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তৃতীয় আম্পায়ার সেটিকে আউট দেন। পরে আবারও ম্যাথিউস ফিল্ড আম্পায়ারকে চ্যালেঞ্জ করেন। তারপরে আবারও চেক করে নট আউটের সিদ্ধান্ত নেওয়া হয়।
12 Mar 2023, 09:35 PM IST
৩ ওভারে MIW তুলল ২৪/০
যস্তিকা ভাটিয়া করেছেন ১১ বলে ১৫ রান, ম্যাথিউস করেছেন ৭ বলে ৯ রান। শুরুটা বেশ ভালোই করেছে মুম্বই।
12 Mar 2023, 09:10 PM IST
২০ ওভারে UPW তুলল ১৫৯/৫ রান
মুম্বই ইন্ডিয়ান্সের সামনে লক্ষ্য ১৬০ রান। ম্যাচ জিততে হলে হরমনপ্রীতদের ১৬০ রান তুলতে হবে।
12 Mar 2023, 09:07 PM IST
আউট দীপ্তি
৬ বলে সাত রান করে আউট হলেন দীপ্তি শর্মা। এই ইনিংসে একটি চার মারেন তিনি।
চলল না সোফিয়ার ব্যাট চার বলে ১ রান করে আউট হলেন সোফিয়া।
12 Mar 2023, 08:53 PM IST
আউট তাহিলা ম্যাকগ্রা
৩৭ বলে ৫০ রান করে সাজঘরে ফিরলেন তাহিলা ম্যাকগ্রা। এদিনের ইনিংসে তিনি ৯টি চার মেরেছেন। সাইকার বলে ভাটিয়া স্টাম্প করে ফেরান তিনি।
12 Mar 2023, 08:51 PM IST
আউট হিলি
৪৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে আউট হলেন ইউপি ওয়ারিয়র্সের ক্যাপ্টেন অ্যালিসা হিলি। ১৬.৩ ওভারে UPW স্কোর ১৪০/৩ রান।
12 Mar 2023, 08:50 PM IST
তাহিলা ম্যাকগ্রার ৫০
অর্ধশতরান পূর্ণ করলেন তাহিলা ম্যাকগ্রা। ৩৬ বলে ৫০ রান করেছেন তিনি। ১৬.২ ওভারে UPW স্কোর ১৪০ রান।
12 Mar 2023, 08:48 PM IST
১৬ ওভারে UPW তুলল ১৩৮/২ রান
ম্যাকগ্রা ৫০ রানের কাছে পৌঁছে গিয়েছেন। হিলি ৫৮ রান করে খেলছেন।
12 Mar 2023, 08:38 PM IST
হিলির হাফ সেঞ্চুরি
মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ইউপি ওয়ারিয়র্সের ক্যাপ্টেন অ্যালিসা হিলি। এদিনের ইনিংসে এখনও পর্যন্ত সাতটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি।
12 Mar 2023, 08:32 PM IST
১৩ ওভারে UPW তুলল ১১৩/২ রান
১৩ ওভার শেষে UPW তুলল ১১৩/২ রান। অ্যালিসা হিলি ৩৪ বলে ৪৪ রান করছেন। ম্যাকগ্রাথ ২৭ বলে ৩৮ রান করে ক্রিজে রয়েছেন।
12 Mar 2023, 08:23 PM IST
১০ ওভারে হল ৮৫ রান
২ উইকেট হারিয়ে ১০ ওভারে ৮৫ করল ইউপি। তাহিলা ১৫ বলে ২৩ করেছেন। ২৬ বলে ৩৩ করেছেন অ্যালিসা হিলির।
12 Mar 2023, 08:13 PM IST
কিরণ নাভগিরে আউট
সপ্তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে যথাক্রমে ছয় এবং চার মারেন নাভগিরে। তবে এর পরেই ১৪ বলে ১৭ করে আউট হন তিনি। ছক্কা মেরে এই ওভারেই দলকে ৫০ পার করিয়েছিলেন। কিন্তু ওভারের চতুর্থ বলে অ্যামেলিয়া কেরের বলে ইয়াস্তিকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ইউপি দ্বিতীয় উইকেট হারাল। ৭ ওভার শেষে ২ উইকেটে ৫৯ রান ইউপি-র। ২১ বলে ৩০ করে ফেলেছেন অ্যালিসা। নাভগিরের পরিবর্তে নামা তাহিলা ম্যাকগ্রা ২ বলে ১ রান করেছেন।
12 Mar 2023, 08:01 PM IST
পাওয়ার প্লে-তে হল ১ উইকেটে ৪৮
পাওয়ার প্লে-তে ইউপি ১ উইকেটে ৪৮ রান করে ফেলল। ২১ বলে ৩০ করে ফেলেছেন অ্যালিসা হিসি। দেবীকার পরিবর্তে নামা কিরণ ১০ বলে ৭ করেছেন।
12 Mar 2023, 07:53 PM IST
আউট দেবীকা
৫ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন দেবীকা বৈদ্য। দ্বিতীয় ওভারের শেষ বলে সাইকা ইশাকের বলে এলবিডব্লিউ হন দেবীকা। দ্বিতীয় ওভারে ১ উইকেটে ৮ রান ইউপি-র। অ্যালিসা হিলি ৭ বলে ২ করে ক্রিজে রয়েছেন।
12 Mar 2023, 07:35 PM IST
খেলা শুরু
খেলা শুরু হয়ে গিয়েছে। ইউপি-র অ্যালিসা হিলি এবং দেবীকা বৈদ্য ওপেন করতে নেমেছেন। দুই দলই তাদের জয়ের ধারা ধরে রাখতে আজ মরিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ইউপি ওয়ারিয়র্স। টস জিতে মুম্বই ক্য়াপ্টেন বলেন, ‘আমরা একটি ভালো খেলার অপেক্ষায় রয়েছি। তারা আগের ম্যাচে ভালো করেছে। আমরা উইনিং কম্বিনেশন নিয়ে খেলতে চাই, আমরা বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না। আমি মনে করি ১৬০ একটি ভালো টোটাল হবে। আশা করি আমরা তাদের তার মধ্যেই সীমাবদ্ধ করতে পারি।’
12 Mar 2023, 06:40 PM IST
HT বাংলার লাইভে স্বাগত জানাই
হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে। দলের নেট রান রেটও +4.228। একই সঙ্গে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই ম্যাচে জয় পেয়েছে ইউপি ওয়ারিয়র্স। দলটি চার পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে এবং তাদের নেট রান রেটও +0.509। এখন দেখার ইউপি-র মেয়েরা মুম্বই-এর মেয়েদের বিজয়রথ থামাতে পারে কিনা।