দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সুবাদে একইসঙ্গে একজোড়া বিশ্বরেকর্ড গড়েন মিতালি রাজ। সেই সঙ্গে তিনি সর্বকালীন সেরাদের তালিকায় উঠে আসেন দু'নম্বরে।
প্রথমত, মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মিতালি। এই নিরিখে তিনি টপকে গেলেন নিউজিল্যান্ডের ডেবি হকলিকে। সেঞ্চুরি বাদ দিয়ে মিতালি বিশ্বকাপের মঞ্চে ৫০ রানের গণ্ডি টপকালেন এই নিয়ে ১১ বার। হকলি শতরান বাদ দিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন মোট ১০ বার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।