মুলতানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের সঙ্গে সঙ্গে পাকিস্তান সিরিজও জিতে নেয়। এটি এখন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের দশম ওয়ানডে সিরিজ জয়। বাবর আজম ব্যাট হাতে আবার জ্বলে ওঠেন। ৭৭ রান করেন তিনি। এবং ইমাম-উল-হক ৭২ রান করে পাকিস্তানকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৫-এ পৌঁছে দেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫৫ রানে গুটিয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তান পরপর দু'টি একদিনের ম্যাচে জয় পেয়েছে। তার পরেও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। শান মাসুদকে দলে না রাখা নিয়ে চলছে তীব্র সমালোচনা। এমন কী প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকও বিতর্কে যোগ দেন। ইনজামামও তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি ভিডিয়োতে শান মাসুদকে দলে না রাখা নিয়ে সরব হয়েছেন।
আরও পড়ুন: গ্লাভস পরে ফিল্ডিং পাক অধিনায়কের, যার জেরে ওয়েস্ট ইন্ডিজ পেয়ে গেল অতিরিক্ত ৫ রান
আরও পড়ুন: পিছিয়েই চলেছে ভারত, উইন্ডিজকে হারিয়ে ICC সুপার লিগ টেবিলে চার উঠে এল পাকিস্তান
ইনজামাম বলেছেন, ‘আপনি যখন পাকিস্তানের ব্যাটিংয়ের কথা বলেন, আমি মনে করি ৫ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন এবং সেখানে একজন উপযুক্ত ব্যাটসম্যানকে খেলানো উচিত। আমরা এখন মহম্মদ হ্যারিসকে খেলাচ্ছি। ও একেবারে নতুন। আর একজন তরুণের জন্য এই পজিশনে খেলা কঠিন। আমাদের ওকে আত্মবিশ্বাস দেওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে, আমি মনে করি না, ওকে খেলানো ঠিক হচ্ছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।