অষ্টমীর রাতে ভয়ঙ্কর ঘটনা। প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। হাওড়ার বন বিহারী বোস লেনে এক ব্যবসায়ীর উপর সশস্ত্র হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহত ব্যক্তির নাম সুরেশ যাদব। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তীব্র আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। এই খুনের ঘটনার সঙ্গে বিহারের গ্যাং জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের।
আরও পড়ুন: প্যান্ডেলের কাজে গিয়ে কিশোরের মৃত্যু, বিক্ষোভে উত্তাল গোঘাট, খুনের অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরেশ বিহারের পাটনার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি হাওড়ার এক আত্মীয়ের বাড়িতে এসে ছিলেন। স্থানীয় প্রশাসনের ধারণা, সুরেশের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা ছিল। তিনি ৭ থেকে ৮ বছর জেলও খেটেছেন তদন্তকারীরা অনুমান করছেন, খুনের পেছনে সম্ভবত পুরনো শত্রুতা বা পূর্বের বিবাদ জড়িত থাকতে পারে। পুলিশের বক্তব্য, ঘটনার সঙ্গে বিহারের কোনো গ্যাং জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জানা গিয়েছে, মঙ্গলবার অষ্টমীর রাতে সুরেশ যাদব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আচমকাই ৫ থেকে ৬ জন যুবক বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের একাংশের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে হাওড়া থানার পুলিশ। এছাড়া, সুরেশ হাওড়ায় কেন এসেছিলেন এবং তিনি যে আত্মীয়ের বাড়িতে ছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।
উৎসবের মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনার পর হাওড়া জেলা ও সিটি পুলিশ আরও সতর্ক হয়েছে। পুলিশ নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে উৎসবের মরশুমে এরকম ভয়ঙ্কর ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।