ক্রিজে রোহিতের সঙ্গে ব্যাট করা রবীন্দ্র জাদেজাও করতালি দিয়ে রোহিতকে জড়িয়ে ধরেন। তবে জড়িয়ে ধরার সময়ে মাথা নীচু করে রোহিতের বুকে মাথা দিয়ে ছোট ভাইয়ের মতোই দাদাকে শুভেচ্ছা জানিয়েছিলেন জাদেজা। এই মুহূর্তটা ভারতীয় ক্রিকেট মহলকে বেশ মুগ্ধ করেছে।
ক্যাপ্টেনকে মাথা নীচু করে শুভেচ্ছা জানালেন জাদেজা (ছবি-টুইটার)
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে নাগপুর টেস্টে চমক দেখিয়েছেন রোহিত শর্মা। অধিনায়কত্বের ইনিংস খেলতে গিয়েই রোহিত শর্মা তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেছেন। একদিক থেকে টিম ইন্ডিয়ার উইকেট পড়তে থাকলেও অন্যদিকে কিন্তু রোহিত শর্মা ভারতীয় ইনিংসকে সামলেছেন। সেঞ্চুরি পূরণ করে ভারতীয় দলকে এবং নিজে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রোহিত শর্মা। সেঞ্চুরি উদযাপন করে, রোহিত দর্শকদের ব্যাট দেখিয়ে একটি সুন্দর হাসি দিয়েছিলেন। বিরাট কোহলি থেকে রবীন্দ্র জাদেজা এবং টিম ইন্ডিয়ার অন্যান্য খেলোয়াড়রা রোহিতের এই হাসিতে মুগ্ধ হয়েছেন।
রোহিতের সেঞ্চুরির সম্মানে সকলেই হাততালি দিয়েছিলেন। BCCI নিজেদের টুইটার হ্যান্ডেলে রোহিতের সেঞ্চুরি উদযাপনের ভিডিয়ো শেয়ার করেছে। রোহিত শর্মা সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গেই প্যাভিলিয়নে দাঁড়িয়ে করতালি দিয়েছিলেন বিরাট কোহলি। তিনি রোহিতের সেঞ্চুরিতে খুব খুশি হয়েছিলেন এবং তাঁর অধিনায়ককে উৎসাহিত করেছিলেন। অন্যদিকে ক্রিজে রোহিতের সঙ্গে ব্যাট করা রবীন্দ্র জাদেজাও করতালি দিয়ে রোহিতকে জড়িয়ে ধরেন। তবে জড়িয়ে ধরার সময়ে মাথা নীচু করে রোহিতের বুকে মাথা দিয়ে ছোট ভাইয়ের মতোই দাদাকে শুভেচ্ছা জানিয়েছিলেন জাদেজা। এই মুহূর্তটা ভারতীয় ক্রিকেট মহলকে বেশ মুগ্ধ করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।