এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের দুটো ম্যাচে পাকিস্তানি টিমকে দুরমুশ করে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তারপরেও থামেনি পাকিস্তানি ক্রিকেটারদের অভব্য আচরণ।
প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার সম্প্রতি ক্রিকেট টক শো ‘গেম অন হ্যায়’ চলাকালীন মুখ ফসকে অভিষেক শর্মার জায়গায় অভিষেক বচ্চন বলে বসেন। শোয়েব আখতার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সম্ভাবনা বিশ্লেষণ করার সময় ভুলবশত বলেন, ‘পাকিস্তান যদি অভিষেক বচ্চনকে কাল্পনিক পরিস্থিতিতে তাড়াতাড়ি আউট করে দেয়, তাহলে মিডল অর্ডারের কী হবে? তাদের মিডল অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি’। প্যানেল হাসিতে ফেটে পড়ে যখন হোস্ট এবং অন্যান্য অতিথিরা তাকে দ্রুত সংশোধন করেছিলেন যে শোয়েব বলতে চেয়েছিলেন তরুণ ভারতীয় ওপেনার অভিষেক শর্মার কথা, যিনি ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। শোয়েবের এই স্লিপ অফ টাং নিমেষে ভাইরাল।
শোয়েবের এই বক্তব্য শুনে হাসছে গোটা ভারত। কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন অভিষেক বচ্চন। অমিতাভ পুত্র এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং চেনা ভঙ্গিতে খিল্লি করলেন পাকিস্তানি টিমের বেহাল দশা নিয়ে। অভিষেক একটি খবরের লিঙ্ক শেয়ার করে লেখেন ‘স্যার, যথেষ্ট সম্মানের সাথেই বলছি... ভাববেন না যে তারা সেটাও পারবে! আর হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে পারদর্শী নই।’
২৮ সেপ্টেম্বর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে। পহেলগাঁও হামলার মাঝে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ হওয়া নিয়ে নানা মুনির নানা মত। তবে শোয়েব মুখ ফস্কে বচ্চন আর শর্মাকে এক করে ফেলে নেটপাড়াকে খানিক হাসির সুযোগ করে দিয়েছেন।
ভারত বনাম পাকিস্তান ফাইনাল নিয়ে সেভাবে উত্তেজনা নেই। কারণ এই পাক দল ভারতের সামনে ধোপে টিকবে না, তা ভালোভাবেই জানেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফেভারিট হিসাবেই ফাইনালে প্রবেশ করেছে ভারত। টুর্নামেন্টে অপরাজিত সূর্য কুমার যাদবের দল। পাকিস্তান বাংলাদেশকে ১১ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফের নেতৃত্বাধীন বোলিং অ্যাটাক দলের সম্মান খানিক বাঁচালেও, ব্যট হাতে ব্যর্থ সকলেই। সেটাই চিন্তা বাড়াচ্ছে পাক শিবিরের।