ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একটা সময় একা হাতে এই ইন্ডাস্ট্রিকে সামনে ছিলেন তিনি। বাংলা ছবির দুঃসময়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি এগিয়ে নিয়ে গিয়েছিল বাংলা ছবিকে। এবার এই ঋতুপর্ণা সেনগুপ্তকেই দেখতে পাওয়া যাবে একটি রিয়ালিটি অনুষ্ঠানে।
বাংলার মেয়েদের নিয়ে অনুষ্ঠানের কথা বললেই এখন যে অনুষ্ঠানটির কথা সবার আগে মাথায় আসে সেটি হল সুদীপ্তা চক্রবর্তী উপস্থাপিত ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। সান বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠানেই এবার দেখতে পাওয়া যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
অনুষ্ঠানটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে এখন এই অনুষ্ঠানটিকে একেবারে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। প্রতিমাসে একটি করে মান্থলি ফিনালে অনুষ্ঠিত হয়, যেখানে একাধিক অভিনেতা-অভিনেত্রীকে উপস্থিত থাকতে দেখা যায় অতিথি হিসেবে। এবার এই অনুষ্ঠানেই অতিথি হয়ে আসতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
সেপ্টেম্বর ফিনালে বিশেষ অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। লক্ষ্মীপুজোর প্রাক্কালে অর্থাৎ আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ছটায় ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পাওয়া যাবে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এসে একদিকে যেমন অভিনেত্রী নিজের জীবনের কথা তুলে ধরবেন তেমন অন্যদিকে শুনবেন প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করা লক্ষ্মীদের জীবনের কথা।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, মান্থলি ফিনালে অনুষ্ঠানে যিনি জিতবেন, তাকে দেওয়া হবে ২ লাখ টাকা। অনুষ্ঠানে মহিলারা খেলবেন টাকার খনি, বল ফেলতে টাকাগুলো সহ একাধিক খেলা। মজাদার এই অনুষ্ঠানের মাধ্যমেই নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করবেন বাংলার লক্ষ্মীরা।
উল্লেখ্য, ২০২৫ সালে ঋতুপর্ণা সেনগুপ্তের একাধিক ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বেলা, যা দুর্গাপুজোর সময়েও দেখতে পাবেন আপনি। এছাড়া এই বছর এই মুক্তি পেয়েছে পুরাতন, গুডবাই মাউন্টেন এবং ম্যাডাম সেনগুপ্ত। সবমিলিয়ে চলতি বছর ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে একটি বিশেষ বছর হিসেবে প্রমাণিত হয়েছে।