দাবার মঞ্চে ধর্মীয় বিভেদের মারাত্মক অভিযোগ। রমেশবাবু বৈশালীর সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন উজবেক গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুববোয়েভ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সাফাই দিয়েছেন দাবাড়ুও।
বৈশালীর সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন উজবেক গ্র্যান্ডমাস্টার নোদিরবেক। (ছবি- X)
টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় বিতর্কে জড়ালেন উজবেক গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুববোয়েভ। তিনি ভারতের দাবাড়ু রমেশবাবু বৈশালীর মুখোমুখি হয়েছিলেন। খেলা শুরুর আগে নিয়ম মতো করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দেন বৈশালী। কিন্তু তা করতে অস্বীকার করেন নোদিরবেক। যেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। শেষ পর্যন্ত অবশ্য ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন উজবেক দাবাড়ু। কিন্ত তাঁর দুঃখ প্রকাশ করার আগেই এনিয়ে চরম বিতর্ক দেখা দেয়। অভিযোগ, ধর্মীয় কারণে হাত মেলাতে অস্বীকার করেছিলেন ইয়াকুববোয়েভ।
ঘটনাটি যা ঘটেছিল:
টাটা স্টিল দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন রমেশবাবু বৈশালী এবং নোদিরবেক ইয়াকুববোয়েভ। দাবার রীতি অনুযায়ী খেলার শুরুর আগে দুই প্রতিপক্ষ একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং খেলা শেষে ফের একবার করমর্দন করেন। এদিনও সেই মতো খেলা শুরুর আগে ভারতের বৈশালী তাঁর প্রতিপক্ষ নোদিরবেকের দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু দেখা যায় হাত মিলাতে অস্বীকার করেন উজবেক দাবাড়ু। তিনি হাতের ইশারায় বুঝিয়ে দেন এটার প্রয়োজন নেই। বেশ অপ্রস্তুত দেখায় বৈশালীকে। এই কারণে গেমে জয়ের পর আর করমর্দনের জন্য হাত এগিয়ে দেননি তিনি। ভাইরাল হয় সেই ভিডিয়ো। নেটিজেনরা প্রশ্ন করেন ধর্মীয় বিভেদ কী ক্রীড়াক্ষেত্রে ভালো দেখায়? এরকম বিতর্কের মুখে জবাব দেন ইয়াকুববোয়েভ।
যা সাফাই দিলেন নোদিরবেক:
ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে এক বিরাট পোস্ট লেখেন মুসলিম ধর্মালম্বী নোদিরবেক ইয়াকুববোয়েভ। তিনি বলেছেন, ‘বৈশালীকে নিয়ে খেলায় যে পরিস্থিতি হয়েছিল তা ব্যাখ্যা করতে চাই। নারী এবং ভারতীয় দাবা খেলোয়াড়দের প্রতি যথাযথ সম্মানের রেখেই সবাইকে জানাতে চাই যে আমি ধর্মীয় কারণে অন্য মহিলাদের স্পর্শ করি না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।