
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বল হাতে ফের জ্বলে উঠলেন বরুণ চক্রবর্তী। কেকেআরের রহস্য স্পিনারের ঘূর্ণিতেই তামিলনাড়ু প্রিমিয়র লিগের ম্যাচে সালেম স্পার্টান্সকে নাগালের মধ্যে বেঁধে রাখে ডিন্ডিগুল ড্রাগনস। পরে ব্যাট হাতে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করে ড্রাগনসকে প্রথম কোয়ালিফায়ারের টিকিট এনে দেন বাবা ইন্দ্রজিৎ।
আগেই চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট হাতে পেয়েছিল ডিন্ডিগুল। তবে তাদের প্রথম কোয়ালিফায়ার খেলতে হবে, নাকি এলিমিনেটরে মাঠে নামতে হবে, তা নিশ্চিত ছিল না। নিজেদের শেষ লিগ ম্যাচে ৭ উইকেটে জয়ের সুবাদে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে ডিন্ডিগুল।
সানির ব্যাটে লড়াইয়ের রসদ সালেমের:-
তিরুনেলভেলিতে টস জিতে ডিন্ডিগুল দলনায়ক বাবা ইন্দ্রজিৎ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান সালেম স্পার্টান্সকে। সালেম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন সানি সাঁধু। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্য়ে ৩৯ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন।
এছাড়া এস অরবিন্দ ২৬, কৌশিক গান্ধী ৭, আর কবিন ২৫, এম হরিহরণ ২১, আদনান খান অপরাজিত ১০, অভিষেক তানওয়ার ১ ও জগন্নাথ শ্রীনিবাস অপরাজিত ৩ রান করেন। ড্রাগনসের হয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভার বল করে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৩৭ রান খরচ করে ২টি উইকেট নেন সুবোথ ভাটি। জি কিশোর নেন ১টি উইকেট।
আরও পড়ুন:- বিশ্বকাপের আগেই অশ্বিনকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছেন মিস্টার ফিনিশার
ক্যাপ্টেনের ব্যাটে দাপুট জয় ড্রাগনসের:-
পালটা ব্যাট করতে নেমে ডিন্ডিগুল ড্রাগনস ১৮.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১০ বল বাতি থাকতেই জয় নিশ্চিত করে তারা। ক্যাপ্টেন ইন্দ্রজিৎ ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলে নট-আউট থাকেন। ৫০ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IPL-এর গুরু-শিষ্য এবার CPL-এর সতীর্থ, মাঠে নামবেন নাইট রাইডার্সের হয়ে
ওপেনার বিমল কুমার ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন। ১৯ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন আদিত্য গণেশ। শিবম সিং ৮ ও ভূপতি কুমার অপরাজিত ৫ রান করেন। ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করার পরে সালেমের হয়ে বল হাতে একজোড়া উইকেট নেন সানি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ইন্দ্রজিত।
প্রথম কোয়ালিফায়ারে ডিন্ডিগুল:-
এই জয়ের ফলে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করে ড্রাগসন। প্রথম কোয়ালিফায়ারে তাদের লড়াই চালাতে হবে কোবাই কিংসের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports